Top
সর্বশেষ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ১৪ বছর পর গ্রেপ্তার

১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:২৩ অপরাহ্ণ
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ১৪ বছর পর গ্রেপ্তার
শেরপুর প্রতিনিধি :

শেরপুরে খুনের মামলায় নজরুল ইসলাম নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পালাতক আসামীকে ১৪ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। । এ বিষয়ে র‍্যাব-১৪ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি)বিকেলে শেরপুর প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিংএ ওই তথ্য দেন। র‍্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে র‍্যাবের একটি অভিযানিক দল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা জেলার বাড্ডা থানাধীন সাতারকুল রোডস্থ বিসমিল্লাহ মার্কেটের আল বাকের কাঠ বিতানে অভিযান চালায় এবং তাকে ওই দোকানের সামনে থেকে আটক করে। পরে তাকে শেরপুর জেলার শ্রীবরদী থানায় হস্তান্তর করে।

র‍্যাবের প্রেস ব্রিফিং সূত্রে জানাগেছে, প্রায় ১৫ বছর আগে জেলার শ্রীবরদী উপজেলার বাবলাকোনা গ্রামের মৃত আব্বাস মিয়ার মেয়ে আজেদা বেগমের একই গ্রামের নইমুদ্দিমের ছেলে নজরুল ইসলামের সাথে বিয়ে হয়। দাম্পত্য জীবন চলাকালে তাদের দুইজন সন্তান জন্ম গ্রহন করেন। আজেদা নজরুল ইসলাম এর দ্বিতীয় স্ত্রী এবং সাংসারিক অভাব-অনটনের কারণে তাদের মধ্যে প্রায়শই ঝগড়া-বিবাদ লেগে থাকতো।

বিগত ২০০৮ সালের ২৩ মে শুক্রবার দুপুরে আসামী নজরুল ইসলাম আজেদার বাড়ীতে এসে পারিবারিক কলহের জেরধরে পুনরায় ঝগড়া বিবাদ শুরু করেন এবং একপর্যায়ে আজেদাকে জোর পূর্বক নজরুল নিজের বাড়ীর দিকে টেনে নিয়ে যেতে থাকে। একপর্যায়ে নজরুল আজেদাকে পার্শ্ববর্তী ফসলি জমিতে নিয়ে গিয়ে ধারালো দা দিয়ে (গলা কেটে) জবাই করে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে এ বিষয়ে নিহতের ভাই মোঃ সুজন রাজা বাদী হয়ে শ্রীবর্দী থানায় মামলা হত্যা মামলা দায়ের করেন। তদন্তকারী অফিসার মামলার তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে আদালতে ৩০২ ধারায় অভিযোগপত্র দাখিল করেন। এরপর দীর্ঘ শুনানী শেষে আদালত ২০২০ সালের ১৪ অক্টোবর আসামী নজরুল ইসলমকে যাবজ্জীবন কারাদণ্ডে এবং ১০ হাজার টাকা অর্থ দণ্ড ও অনাদয়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ঘটনার পর থেকেই আসামী নজরুল ইসলাম দীর্ঘ ১৪ বছর যাবত পলাতক ছিলো।

শেয়ার