Top
সর্বশেষ

প্রেম দিবসে দ্বিতীয়বার বিয়ে হার্দিক-নাতাশার

১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৩৯ পূর্বাহ্ণ
প্রেম দিবসে দ্বিতীয়বার বিয়ে হার্দিক-নাতাশার
বিনোদন ডেস্ক :

উদয়পুরে হোয়াইট ওয়েডিং সারলেন হার্দিক-নাতাশা। তিন বছর পর জাঁকজমক করে ফের বিয়ের শপথ পাঠ, সাক্ষী থাকল ছেলে অগস্ত্য।

ভালোবাসার দিনে নতুন করে পরস্পরকে আগলে রাখার শপথ নিলেন হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচ। ভ্যালেন্টাইন্স ডে-র দিন রাজস্থানের উদয়পুরে রাজকীয় বিয়ে সারলেন তারকা দম্পতি।

নাতাশা অন্তঃসত্ত্বা হওয়ার জেরে তড়িঘড়ি কোর্ট ম্যারেজ সেরেছিলেন দুজনে। সে বছর তিনেক আগের কথা। করোনার জেরে কোনওরকম সেলিব্রেশনও হয়নি। তাই পরিবার ও বন্ধুদের সাক্ষী রেখে দ্বিতীয়বার বিয়ের পর্ব সারলেন তারকা দম্পতি। (ছবি-ইনস্টাগ্রাম)

উদয়পুরে ‘হোয়াইট ওয়েডিং’ সারলেন হার্দিক-নাতাশা। ২০২০ সালের ৩১শে মে আচমকা বাবা হওয়ার খবর দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া, ওইদিনই জানিয়েছিলেন সার্বিয়ান সুন্দরী নাতাশাকে বিয়ে করেছেন তিনি।

 

শেয়ার