রান্নায় যত যাই হোক, লবণটা একবারে কম্পালসারি সাবজেক্ট। তথাপি, সোডিয়াম ক্লোরাইডের ব্যবহার আছে ত্বকেও।
লবণ কিন্তু ফেস স্ক্রাব হিসেবেও কাজ করে। গোসলের পর ত্বক যখন আর্দ্র থাকে তখন হাতে সামান্য লবণ নিয়ে আলতো করে স্ক্রাব করুন। এতে মরা চামড়া উঠে আসবে ও ত্বকে রক্ত সঞ্চালনও বাড়বে।
রিফাইন না করা সি-সল্ট এ আরও কিছু খনিজ মেশানো থাকে। বাথটাবে এই লবণ মেশানো পানি দিয়ে গোসল সারলে মিলবে বেশ কিছু উপকার। বিশেষ করে বাতের ব্যথা, মাংসপেশির ব্যথা কমে এতে। বাথটাবে কুসুম গরম পানিতে এক কাপের চারভাগের এক ভাগ লবণ মিশিয়ে তাতে ১৫-২০ মিনিট থাকুন। কিছুদিন গ্যাপ দিয়ে নিয়মিত করুন।