Top

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী,টাকা নিলেন সংগঠনের সম্পাদক

১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ২:১৮ অপরাহ্ণ
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী,টাকা নিলেন সংগঠনের সম্পাদক
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ :

প্রধানমন্ত্রী কার্যালয় কর্তৃক ক্ষুদ্র নৃগোষ্ঠী গৃহহীন দু:স্থ ও অসহায় পরিবারের মধ্যে গৃহ নির্মাণ প্রকল্পে দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় তৃতীয় ধাপে ১০ টি পরিবারকে বাড়ি বরাদ্দ দিয়ে টাকা নেয়া ও নিজ আত্নীয় বাড়ি থাকার পরেও বাড়ি দেয়ার অভিযোগ উঠেছে উপজেলা আদিবাসী ফেডারেশনের সাধারন সম্পাদক ডুই টুডুর বিরুদ্ধে।

ভুক্তভোগীদের অভিযোগ, সরকার অসহায় গৃহহীন ও দু:স্থ পরিবারকে ঘর নির্মান করে দিবে বলে প্রথম আমাদের কাছে উপজেলা আদিবাসী ফেডারেশনের সাধারন সম্পাদক ডুই টুডু ভোটার আইডি কার্ড ও জমির কাগজের ফটোকপি জমা নেয়, তখন বলেন উপজেলার অফিসে এক হাজার টাকা করে জমা দিতে হবে। তখন এক হাজার টাকা ডুই টুডু কে জমা দেই। কিছুদিন পরে আমাদের জানানো হয় যে আমাদের নাম আসছে সরকারি ঘরের বরাদ্দের তালিকায়। আমরা শুনে তো মহা খুশি। কয়েকদিন পরে আমাদের ফেডারেশনের সাধারন সম্পাদক বলে এখন ঘর নিতে হলে ৩০ হাজার টাকা করে দিতে হবে। আমার তার কাছে জানতে চাই যে সরকারি ঘর তো মাননীয় প্রধান মন্ত্রী ফ্রি দিবে তাহলে টাকা লাগবে কেনে? তখন ডুই টুডু বলেন উপজেলার বড় অফিসারদের টাকা দিতে হবে টাকা না দিলে ঘরের নাম কাটা যাইবে।তখন ডুই টুডুকে ৫ হাজার থেকে শুরু করে কেউ কেউ ২০ থেকে ২৩ হাজার থেকে পর্যন্ত তার হতে দেয়া হয়েছে। টাকা দেয়ার একামাস পাড় হয়ে গেলেও ঘর নির্মাণের কাজ এখনো শুরু হয়নি।

নাম প্রকাশের অনিচ্ছুক আদিবাসী সংগঠনের সদস্য তিনি বলেন, যে ঘর পাওয়ার যোগ্য নয় নিজ আত্তিয়কে যাদের ঘড় বাড়ি দালানের নামের তালিকায় তাদরে নাম দিয়েছে টাকা নিয়ে। যারা টাকা দিতে পারেনি তাদের ঘরের তালিকায় নাম দেয়নি আমাদের সংগঠনের সাধারন সম্পাদক ডুই টুডু।

ঘর পাওয়া প্রকল্পের তালিকায় নাম থাকা উপজেলার পুনট্রি ইউনিয়নের মিনতি মার্ডি বলেন,সরকারি ঘর পাব বলে আমাদের আদিবাসী সংগঠনের ডুই টুডু বলেন ঘর নিতে হলে ৩০ হাজার টাকা জমা দিতে হবে। আমি গরিব মানুষ মানুষে বাসায় কাজ করে কোন মত সংসার চালাই এত টাকা পাব কই ।তখন ডুই বলে টাকা না দিলে ঘরের তালিকা থেকে নাম কাটা যাবে। এখন টাকা লাগবে নাহলে ঘর পাবেন না। ঘর নাহলে থাকার যায়গা নাই তাই বাধ্য হয়ে ২৩ হাজার টাকা জমা দিছি।টাকা নেয়ার একমাস হলো কিন্তু ঘর নির্মান কাজ শুরু করেনি খালি বলে বাকি টাকা রেডি করো ঘর পেয়ে যাবে।

অমরপুর ইউনিয়নের রসেন সরেন বলেন, সরকারি ঘর নিতে হলে সরকারি একটা ফি আছে ৩০ হাজার টাকা । সেটা দিতে হবে নাহলে ঘর বরাদ্দা দিবে না বলে জানান আমাদের আদিবাসী সংঘঠনের সাধারন সম্পাদক ডুই টুডু পরে তাকে ৪০০ টাকা কম ২০ হাজার টাকা দিছি। কিন্তু ঘর নির্মাণ শুরু হয়নি।

একই ইউনয়িনের পকোই সরেন বলেন, সরকার দিবে ঘর ফ্রি এখন টাকা না দিলে বলে ঘর দিবে না। মুই গরিব মানুষ এখন এতুলা টাকা কোঠে পাইম ।দুই দিন আছিলো ডুই টুডু দুই দিনে ৯০০ টাকা দিছু আরো ২০ হাজার টাকা চাছে টাকা দিবার না পারো তাহে বলে ঘরের কাজ শুরু না করে।

উপজেলার ফতেজনংপুর ইউনিয়নের শান্তিা বালা ও কুমহর রবি দাস বলেন, ঘরের পাওয়ার তালিকায় আমাদের নাম থাকলেও এখনো ঘরের কাজ শুরু করেনি। ঘর নেয়ার জন্য আমার দুই পরিবার আপততো ৫ হাজার করে টাকা দিছি।টাকা না দিলে বলে কোন কাজ হবে না। নাহলে নাম কাটি দিয়া অন্য জনকে ঘর দিবে।তখন বলেছি ঘরের নির্মান কাজ শেষ হলে আরো টাকা দিব আগে কাজ শুরু করেন।

উপজেলা আদিবাসী সংগঠনের সাধারন সম্পাদক ডুই টুডু বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তা সত্য নয়।আমাদের আদিবাসী সংগঠনের কিছু লোক এসব বলতেছে।এর আগেও আমার নামে অসংখ্য অভিযোগ উঠছে তদন্ত করে কিছু পায়নি।নিজ আত্বীয়র দালানের ঘর বাড়ি থাকার পরেও ঘরের তালিকায় তাদের নাম দিয়েছেন কেনো প্রশ্ন করা হলে তিনি বলেন,এটা আমার ভুল হলে তাদের নাম কেটে দেয়া হবে। আর আমি এক হাজার দুই হাজার টাকা নিছি এটা ইউএনও স্যারও জানে।

এ বিষয়ে চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান বলেন, এধরনে অভিযোগ আমারও কাছে আসছে কেউ লিখিত অভিযোগ দিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার