Top

ঠাকুরগাঁওয়ে শেখ কামাল আন্ত: স্কুল-মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:০৬ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে শেখ কামাল আন্ত: স্কুল-মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা
ঠাকুরগাঁও প্রতিনিধি: :

ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেখ কামাল আন্ত: স্কুল-মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা (জেলা পর্যায়) শুরু হয়েছে। ১৫ ফেব্রুয়ারি বুধবার শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বেলুন উঁড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো.মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশী, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ।

এ্যাথলেটিকস প্রতিযোগিতায় দিনব্যাপী ৩২টি ইভেন্টে জেলার ৫ উপজেলার মোট ৪৯০ জন প্রতিযোগী অংশ নেন। অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ক্রীড়া সংস্থার বিভিন্ন কর্মকর্তা, ৫ উপজেলার ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীগণ উপস্থিত ছিলেন। বিকেলে অংশগ্রহণকারী ও বিজয়ী প্রতিযোগীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

শেয়ার