Top

হোসেনপুর ডিগ্রী কলেজের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ
হোসেনপুর ডিগ্রী কলেজের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন
(খানসামা) দিনাজপুর প্রতিনিধিঃ :

দিনাজপুরের খানসামা উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হোসেনপুর ডিগ্রী কলেজের ২৫তম পূর্তি উদযাপন উপলক্ষে হতে যাচ্ছে আগামী ২০ ফেব্রুয়ারী এটা নিশ্চিত করেছেন কলেজটির অধ্যক্ষ মোনায়েম খান৷

বুধবার (১৫ ফেব্রুয়ারী) কলেজ ক্যাম্পাসে সকল শিক্ষকদের সাথে নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, কলেজের ২৫বছর পদার্পণ উপলক্ষে এক রজত জয়ন্তী উদযাপন করা হবে। কলেজের এই শুভক্ষণে সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মিলনমেলায় পরিণত হবে এই রজত জয়ন্তী। এতে সকল শিক্ষার্থীদের দ্রুত রেজিষ্ট্রেশন করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিনাজপুর -৪ আসনের সংসদ সদস্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অত্র কলেজের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। সংবাদ সম্মেলনে কলেজের প্রভাষক, কর্মচারী, শিক্ষার্থী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার