Top

কুড়িগ্রাম-৪ আসনে গণসংযোগে ব্যস্ত রহিমুজ্জামান সুমন

১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ
কুড়িগ্রাম-৪ আসনে গণসংযোগে ব্যস্ত রহিমুজ্জামান সুমন
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রাম-৪ আসনের এমপি নির্বাচনে সম্ভাব্য নৌকা প্রতিকের মনোনোয়ন প্রার্থী উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রহিমুজ্জামান সুমন। এই আ.লীগ নেতা উপজেলার প্রতিটি ওয়ার্ডের পাড়া-মহল্লায় উঠান বৈঠক, মতবিনিমিয় সভা ও ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

এমপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হিসাবে কুড়িগ্রাম-৪ আসনে (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) তিনি মাঠ চষে বেড়াচ্ছেন।

রহিমুজ্জামান জানান, তৃণমূলের ভোটে আওয়ামী লীগের সম্ভাব্য এমপি প্রার্থী। ইতোমধ্যে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন এলাকায় গণসংযোগ করে যাচ্ছেন। সকাল-সন্ধ্যা হাটবাজার সহ উপজেলার বিভিন্ন গলিতে সম্ভাব্য এই প্রার্থী কাজ করে যাচ্ছেন।

আজ রমনা ইউনিয়নের জোড়গাছ বাজারে গনসংযোগ করেন কুড়িগ্রাম-৪ আসনের সম্ভাব্য নৌকা প্রতিক প্রত্যাশি আওয়ামীলীগ নেতা রহিমুজ্জামান সুমন।

এসময় ওই নেতার সাথে ছিলেন, রমনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজগার আলী সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা লাল মিয়া সহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতা কর্মীরা।

গণসংযোগ করে স্থানীয় মানুয়ের মাঝে সারা ফেলেছেন রহিমুজ্জামান সুমন। কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে এমপি নির্বাচনে নৌকা প্রতিক পেলে নির্দ্বিধায় জয় লাভ করবেন বলে জানিয়েছেন সম্ভাব্য এই প্রার্থী।

 

শেয়ার