Top
সর্বশেষ

নকলায় মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত বীর নিবাসের উদ্বোধন

১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ
নকলায় মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত বীর নিবাসের উদ্বোধন
শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নকলায় অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত বীর নিবাসের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার উসমানী স্মৃতি মিলনায়তনে সংযুক্ত হয় নকলা উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বুলবুল আহমেদ এর সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মুনসুর আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিফুর রহমানসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার