Top

বেরোবিতে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী পালন

১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:৩৪ অপরাহ্ণ
বেরোবিতে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী পালন
রংপুর প্রতিনিধি :

যথাযোগ্য মর্যাদায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ফতেহপুরে ড. ওয়াজেদ মিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।

এসময় শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ও ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ। শ্রদ্ধা অর্পণ শেষে ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়। এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট ড. ওয়াজেদ মিয়ার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ গোলাম রব্বানী, রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক এ. কে. এম ছায়াদত হোসেন বকুল, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ.টি.জি.এম গোলাম ফিরোজ, সাধারণ সম্পাদক তাপস কুমার গোস্বামী, বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীমসহ বিভিন্ন
বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও দুপুরে ড. এম এ ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শেয়ার