মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রংপুর-দিনাজপুর সড়কের হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানার ওসি রাজিব বসুনিয়া জানান, দুপুরে রংপুর নগরীর হাজিরহাট এলাকায় একটি দ্রুত গতির মাইক্রোবাস মোটরসাইকেল চালক নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর বেনুবন্দর এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি স্কুলের শিক্ষক সুলতান উদ্দিনকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষনা করেন।
ওসি জানান নিহত শিক্ষক সুলতান উদ্দিন রংপুরে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে দূর্ঘটনার শিকার হন। হয়েছে। মাইক্রোবাসটিকে আটক করা সম্ভব হয়নি। মামলার প্রক্রিয়া চলছে। গাড়ী ও চালককে আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।