রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানি জীবন বিমা করপোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) জীবন বিমা করপোরেশনের এমডি হিসেবে তিনি যোগদান করেন।
এর আগে, ৯ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মো. মিজানুর রহমানকে জীবন বিমা করপোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের থেকে দেওয়া ওই নিয়োগের পরিপ্রেক্ষিতেই মিজানুর রহমান এমডির দায়িত্ব নিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নতুন প্রতিষ্ঠানে বদলি করার প্রেক্ষিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ১৩ ফেব্রুয়ারি অফিস আদেশে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য অবমুক্ত করা করা হয় মিজানুর রহমানকে।