ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অভিযান চালিয়ে ৪ লিটার চোলাই মদসহ খাসিরুল ইসলাম (৪৫) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে রুহিয়া থানা পুলিশ।
আটক খাসিরুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার রুহিয়া ইউনিয়নের ঘনিবিষ্ণুপুর গ্রামের হেকিমউদ্দীনের পুত্র।
পুলিশ জানায়, ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় রুহিয়া বাজারের শিফা এগ্রো ট্রেডিং এর সামনে থেকে ৪ লিটার চোলাই মদসহ খাসিরুলকে পুলিশ গ্রেফতার করে। পরদিন শুক্রবার পুলিশ খাসিরুল ইসলামকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে ( নম্বর ০৭, তারিখ- ১৭/০২/২০২৩)। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, একই অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামী একজন ও নিয়মিত মামলায় আরো ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়।