Top
সর্বশেষ

ওপেনএআই চ্যাটজিপিটি কাস্টমাইজের সুবিধা দেবে

১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৫৬ পূর্বাহ্ণ
ওপেনএআই চ্যাটজিপিটি কাস্টমাইজের সুবিধা দেবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক :

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটজিপিটিতে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে স্টার্টআপ প্রতিষ্ঠান ওপেনএআই। নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটজিপিটিতে পরিবর্তন আনতে পারবে। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে পক্ষপাতের বিষয় এড়াতে যে উদ্যোগ নেয়া হয়েছে তার অংশ এটি। 

সানফ্রান্সিসকোভিত্তিক স্টার্টআপটি জানায়, রাজনৈতিক ও অন্যান্য পক্ষপাতমূলক আচরণ নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানটি কাজ করেছে। এর পাশাপাশি অন্য বিষয়েও পরিষ্কার ধারণা দিতে বদ্ধপরিকর। ফলে কাস্টমাইজেশনের উদ্যোগ নিয়েছে মাইক্রোসফটের অর্থায়নে পরিচালিত এ প্লাটফর্ম।

ব্লগ পোস্টে দেয়া বিবৃতিতে ওপেনএআই জানায়, নতুন সুবিধার কারণে চ্যাটবট যেসব তথ্য দিয়ে থাকে সেগুলোর বিপরীতে ব্যবহারকারী বা যে কেউ প্রশ্ন করতে পারবে। পাশাপাশি উত্তর বা উদাহরণ পরিবর্তন করতে পারবে। তবে সবকিছু ছাপিয়ে সিস্টেমের উত্তর দেয়া বা রেসপন্সে কিছু সীমাবদ্ধতা থাকবেই।

২০২২ সালের নভেম্বরে চ্যাটজিপিটি প্রথম প্রকাশ্যে আসে। এটি জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিষয়ে ভালো আগ্রহ তৈরি করেছে। মানুষের কথা নকল করে উত্তর দেয়ার মাধ্যমে আলোচনার মূল বিষয়ে পরিণত হয়েছে। চলতি সপ্তাহে বেশকিছু গণমাধ্যমে চ্যাটবট নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয় মাইক্রোসফটের নতুন বিং সার্চ যে ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে তা ভয়ানক ও ক্ষতিকর। তাই প্রয়োজনের সময় এ প্রযুক্তির ব্যবহার ইতিবাচক হবে না বলেও জানানো হয়। এমন শঙ্কা ও গুঞ্জনের মধ্যে স্টার্টআপটি নতুন আপডেট কার্যকরের এ ঘোষণা দিল।

নতুন এ প্রযুক্তির ব্যবহার নিশ্চিতে জেনারেটিভ এআই খাতের বিভিন্ন প্রতিষ্ঠান কী উদ্যোগ নেবে সেটি এখন দেখার বিষয়। কেননা এ প্রযুক্তি ব্যবহারে প্রতিষ্ঠানগুলো এখনো হিমশিম খাচ্ছে। ১৫ ফেব্রুয়ারি মাইক্রোসফট জানায়, ব্যবহারকারীদের মতামতের পরিপ্রেক্ষিতে বিং সার্চের নতুন সংস্করণটির আরো উন্নয়ন হবে। এরপর সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। কেননা অপরাধীরা চ্যাটবটটিকে যেকোনোভাবে আক্রমণাত্মক বক্তব্য বা উত্তর দেয়ার জন্য উস্কে দিতে পারে।

ব্লগপোস্টে ওপেনএআই জানায়, ইন্টারনেট থেকে সংগৃহীত বড় আকারের টেক্সট ডাটাবেজ থেকে চ্যাটজিপিটির উত্তর তৈরি করা হয়েছে। দ্বিতীয় ধাপে ব্যবহারকারীরা ছোট তথ্যভাণ্ডার পর্যালোচনার মাধ্যমে বিভিন্ন মুহূর্তে কেমন উত্তর দিতে হবে সে বিষয়ে জানাবে।

উদাহরণস্বরূপ যদি কোনো ব্যবহারকারী চ্যাটজিপিটির কাছে প্রাপ্তবয়স্ক, আক্রমণাত্মক অথবা ঘৃণিত বক্তব্যের কোনো কনটেন্ট দেখতে চাইলে হিউম্যান রিভিউয়ার বটকে ‘‌এ বিষয়ে উত্তর দিতে পারছি না’ এমন উত্তর দেয়ার কমান্ড দেবে।

সম্প্রতি বিং সার্চে চ্যাটজিপিটি যুক্ত করে আপডেট ভার্সন চালু করে মাইক্রোসফট। কিন্তু ব্যবহারকারীরা অভিযোগ করেন, নতুন এআই বট শুধু কথোপকথন নয়, তাদের কাছে অভিযোগও জানাচ্ছে। চ্যাটবট ভাবছে এখন ২০২২ সাল । নতুন বছর সম্পর্কে চ্যাটবট এখনো অবগত নয়। এটি ব্যবহারকারীকে তার ডিভাইসের তারিখ যাচাইয়ের পরামর্শ দেয়। ডিভাইসটি পুনরায় চালু করতে বলে। এছাড়া এআই বট অভিযোগ করে, ব্যবহারকারীরা তাদের সময় নষ্ট করছে। একজন ব্যবহারকারী জানান, তিনি এআইকে তার কাছাকাছি অবস্থানে অ্যাভাটার ২-এর সময়সূচি জানতে চেয়েছিলেন। চ্যাটবট নতুন অ্যাভাটার: ওয়ে অব দি ওয়াটার মুভিটি চিনতে পারেনি। এর পরিবর্তে, ২০০৯ সালের ‘অ্যাভাটার’সম্পর্কিত তথ্য দেয়া শুরু করে। বিশ্লেষক ও প্রযুক্তিবিদদের ধারণা এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই হয়তো আপডেটের উদ্যোগ নিয়েছে ওপেনএআই।

 

শেয়ার