Top
সর্বশেষ

অথেনটিকেশন মেসেজেও ফি নেবে টুইটার

১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৪৭ পূর্বাহ্ণ
অথেনটিকেশন মেসেজেও ফি নেবে টুইটার
তথ্যপ্রযুক্তি ডেস্ক :

অধিগ্রহণের পর মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটারে বিভিন্ন পরিবর্তন এনেছেন ইলোন মাস্ক। এর অংশ হিসেবে এবার ২এফএ বা টু-ফ্যাক্টর অথেনটিকেশনে যে মেসেজ পাঠানো হয় সেখান থেকেও ফি নেয়ার কথা জানিয়েছে প্লাটফর্মটি। সে হিসেবে পেইড সাবস্ক্রাইবাররাই শুধু ফিচারটি ব্যবহার করতে পারবে। খবর রয়টার্স।

১৭ ফেব্রুয়ারি এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, যেসব গ্রাহক টাকা দেবে, শুধু তাদেরই টু ফ্যাক্টর অথেনটিকেশনের জন্য এসএমএস পাঠানোর অনুমিত দেয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য ব্যক্তিগত অ্যাকাউন্ট আরো বেশি সুরক্ষিত রাখার একটি উপায় হলো টু ফ্যাক্টর অথেনটিকেশন। এ পদ্ধতি চালু করা থাকলে শুধু পাসওয়ার্ড দিয়েই অ্যাকাউন্টে লগইন করা যায় না। এর জন্য প্রয়োজন হয় গ্রাহকের মোবাইলে পাঠানো একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি), যা মাত্র একবারই ব্যবহার করা যায়।

টুইটারে এক গ্রাহক প্রশ্ন করেছিলেন, প্রতিষ্ঠানটি সত্যিই তাদের নীতিমালা পরিবর্তন করতে যাচ্ছে কিনা। এর উত্তর দিয়েছেন টুইটারের মালিক ইলোন মাস্ক স্বয়ং। তিনি বলেছেন, হ্যাঁ, প্রতিষ্ঠানটি তাদের নীতি পরিবর্তন করেছে। কারণ অপব্যবহারকারীরা বট ব্যবহার করে টু ফ্যাক্টরের মেসেজ পাম্প করে। আর এ কারণে প্রতি বছর ৬ কোটি ডলার মুনাফা হারায় টুইটার।

প্রসঙ্গত, আগে শুধু খ্যাতিমান রাজনীতিবিদ, সাংবাদিক, ক্রীড়া ব্যক্তিত্ব এবং অন্যান্য বিখ্যাত ব্যক্তির আইডিগুলো ভেরিফায়েড ছিল। কিন্তু মাস্কের হাতে মালিকানা যাওয়ার পর যে কেউ নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে নিয়ে ভেরিফিকেশন ব্যাজ গ্রহণ করতে পারছে।

 

শেয়ার