Top
সর্বশেষ

অমিতাভের বাড়ির সামনে নারীর শ্লীলতাহানি

১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:২১ অপরাহ্ণ
অমিতাভের বাড়ির সামনে নারীর শ্লীলতাহানি
বিনোদন ডেস্ক :

অনুরাগীদের কাছে অমিতাভ বচ্চনের বাড়ি ‘প্রতীক্ষা’ যেন তীর্থস্থান। একটিবার প্রিয় তারকার দর্শন পেতে সেখানে ভিড় করে থাকেন ভক্তরা। এবার সেই স্থানেই ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। অমিতাভের বাড়ির সামনে শ্লীলতাহানি করা হয়েছে এক নারীর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে অমিতাভের বাড়ির সামনে এক অটোচালক ওই নারীর শ্লীলতাহানির চেষ্টা করেন। ঘটনাটি ঘটার চব্বিশ ঘণ্টা যেতেই ভারতীয় পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত অটোচালককে।

এ প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত দশটার সময় জুহু এলাকার ১০ নাম্বার রোডের কাছে এক নারী দাঁড়িয়ে ছিলেন। সেসময় ওই অটোচালক তার সামনে দাঁড়ান। এরপর নারীর সঙ্গে বাজে আচরণ করতে থাকেন। এ সময় ওই নারী চিৎকার করলে অটো নিয়ে পালিয়ে যায় অটোচালক।

তবে অটোচালক পালিয়ে গেলেও থেমে যাননি হেনস্তা হওয়া ওই নারী। তিনি জুহু থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেতেই তদন্তে নামে পুলিশ। ফলস্বরুপ ঘটনার ২৪ ঘণ্টা যেতেই আটক হয় অভিযুক্ত অটোচালক।

এরইমধ্যে ঘটনাটি জেনে গেছেন অমিতাভের অনুরাগীরা। প্রিয় তারকার বাড়ির সামনে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

 

শেয়ার