Top
সর্বশেষ

আইয়ুব বাচ্চুকে নিয়ে টিপুর গান

১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৪৬ অপরাহ্ণ
আইয়ুব বাচ্চুকে নিয়ে টিপুর গান
বিনোদন ডেস্ক :

বাংলা রক মিউজিকের কিংবদন্তি আইয়ুব বাচ্চু নেই। কিন্তু তাঁর অমর সব গান রয়েছে মানুষের মনে, সংগীতাঙ্গনের অলিগলিতে। গানপাগল সেই মানুষটির স্মরণে হরহামেশাই চোখ ভিজে আসে ভক্ত, ঘনিষ্ঠজনদের। তাই গানে-সুরে-আলোচনায় তাঁকে ট্রিবিউট করেন অনেকে।

এবার এবিকে নিয়ে গাইলেন ব্যান্ড তারকা সাইদ হাসান টিপু। যিনি ‘অবসকিওর’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও গায়ক। ‘একটা ছিল গানের মানুষ বাঁচত নিজের শর্তে/ শব্দ ছোঁয়ায় হৃদয়ে দোলা লাগিয়ে দিত রক্তে/’- এমন কথায় সাজানো গানটি লিখেছেন পশ্চিম বাংলার অমিত গোস্বামী। সুর দূর্বাদল বিশ্বাস। টিপুর সঙ্গে তিনিও যৌথভাবে গানে কণ্ঠ দিয়েছেন।

গানটির সংগীতায়োজন করেছে ব্যান্ড ‘অবসকিওর’। সম্প্রতি প্রকাশ হওয়া গানটি প্রসঙ্গে টিপু বলেন, ‘বাচ্চু ভাইকে একটি ট্রিবিউট দেওয়ার ইচ্ছে অনেক দিনের। এই গানের কথাগুলো যখন পেলাম, মনে হলো এটিই উপযুক্ত। দেরি না করে গানটি করেছি। আশা করি, সবার ভালো লাগবে।’

 

শেয়ার