সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩৩ শতাংশ। ফান্ডটি ২৭০ বারে ৬ লাখ ৬২ হাজার ৭০ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৫৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা মুন্নু এগ্রোর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১৬৫ বারে ৭৬ হাজার ১০৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৯৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৪৯ শতাংশ। কোম্পানিটি ৮৩৯ বারে ৫ লাখ ৮ হাজার ২১৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৪৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এনসিসিবিএল ফান্ডের ১.৪৩ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ১.৩৪ শতাংশ, আনলিমায়ার ডাইংয়ের ০.৯৭ শতাংশ, বীকন ফার্মার ০.৯৩ শতাংশ, আমরা টেকনোলজিসের ০.৮৯ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইলের ০.৭২ শতাংশ এবং প্রাইম ব্যাংকের ০.৫০ শতাংশ শেয়ার দর বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস