Top
সর্বশেষ

জন্মনিবন্ধন জালিয়াতি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:২৫ অপরাহ্ণ
জন্মনিবন্ধন জালিয়াতি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধি :

সার্ভার হ্যাক করে নয়, কখনো ব্রাউজারের কুকিজ কখনোবা অন্য কোন মাধ্যমে আইডি পাসওয়ার্ড সংগ্রহ করেই ভুয়া জন্মসনদ তৈরির কর্মযজ্ঞ চলতো। তবে পাসওয়ার্ড আইডি কিভাবে তারা পাচ্ছে তার কোন হদিস এখন পর্যন্ত মিলেনি; পুলিশ বলছে এসব বিষয় তদন্তে বেরিয়ে আসবে। ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরির একটি চক্রের ৫ জনকে সম্প্রতি গ্রেপ্তারের পর এসব তথ্য জানা গেছে বলে জানিয়েছেন সিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পুলিশ কমিশনার মো. লিয়াকত আলী। রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান তিনি।

উপ-পুলিশ কমিশনার মো. লিয়াকত আলী জানান, তারা ব্রাউজারের কুকিজের মাধ্যমে ন্যাশনাল সার্ভারে প্রবেশ করে। এরপর বার্থ সার্টিফিকেটের আবেদনের নম্বরটা নিয়ে সেখানে দেয়। এরপর ওই পিডিএফ ফরমটা ন্যাশনাল সার্ভারে তারা যেকোনো উপায়ে আপলোড দিয়ে সেখান থেকে আরেকটি পিডিএফ ফাইলের মাধ্যমে ভুয়া জন্মনিবন্ধনটি সংগ্রহ করে। পরে নকল সীলসপ্পর ব্যবহার করে গ্রাহকদের দেয়।

তবে আগের মতো এখন চক্ররা সহজেই সার্ভারে প্রবেশ করতে পারে না জানিয়ে তিনি বলেন, ‘এখন বিভিন্ন সিটি করপোরেশন এবং ন্যাশনাল (জাতীয়) সার্ভারটা আপডেট করা হয়েছে। যার কারণে প্রতারক চক্র ওই সার্ভারে আগে যেভাবে প্রবেশ করতো; সেটা আর পারছে না। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম, নড়াইল, ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জে টানা অভিযান চালিয়ে জন্ম নিবন্ধন সনদ জালিয়াতি চক্রের তিন হ্যাকারসহ ৫ জনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ। এসময় তাদের কাছ থেকে এ জালিয়াতি কর্মকাণ্ডে ব্যবহৃত ২টি সিপিইউ, ২টি মনিটর, ৩টি ল্যাপটপ, ১টি ট্যাব, ১টি প্রিন্টার এবং ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাগর আহমেদ জোভান (২৩), শেখ সেজান (২৩), মেহেদী হাসান (২৩), মো. শাকিল হোসেন (২৩) এবং মো. মাসুদ রানা (২৭)। তাদের মধ্যে জোভানের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর নোয়াপাড়ায়, সেজানের নড়াইল জেলার লোহাগাড়ায়, মেহেদী হাসানের কুমিল্লা জেলার তিতাসে, শাকিলের সিরাজগঞ্জ জেলার কামারখন্দে এবং মাসুদ রানার ময়মনসিংহ জেলার ফুলপুর এলাকায়।

উপ-পুলিশ কমিশনার মো. লিয়াকত আলী বলেন, গত ৮ জানুয়ারি ৩৮ নম্বর ওয়ার্ড (বন্দর), ৯ জানুয়ারি ১৩ নম্বর ওয়ার্ড (পাহাড়তলী), ২১ জানুয়ারি ৪০ নম্বর ওয়ার্ড (পতেঙ্গা), ২৩ জানুয়ারি ১৪ নম্বর ওয়ার্ড (খুলশী) এবং ১১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ১১ নম্বর ওয়ার্ড (দক্ষিণ কাট্টলী) কাউন্সিলর অফিসের সার্ভারে যথাক্রমে ৪০, ১০, ৮৪, ২৩৯ ও ৪০৯টি ভুয়া জন্ম নিবন্ধনের অস্তিত্ব পাওয়া যায়। এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করলে সিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিট ছায়া অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানকালে জন্ম নিবন্ধন জালিয়াতি কার্যক্রমে জড়িত একাধিক চক্রের অস্তিত্ব পাওয়া যায়। ইতোপূর্বে এরূপ একটি চক্রের ৬ জন সদস্যকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে সিএমপি কাউন্টার টেরোরিজম ইউনিট। সেই সূত্রে ওই সময়ে দায়ের হওয়া চারটি মামলায় এ চক্রের আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার মো. লিয়াকত আলী জানান, তারা সারাদেশে হোয়াটঅ্যাপ গ্রুপের মাধ্যমেই কানেক্ট হয়। একইসঙ্গে এসব কাজে একাধিকজনকে নিয়োগ করে তাদের মাধ্যমেই গ্রাহকদেরকে আনে। আর গ্রাহকরা অল্প সময়ে জন্ম সনদ হাতে পাওয়ার কারণে এটা লুফে নেয়। কারণ যেটা এক সপ্তাহ লাগবে সেটা এ চক্রের মাধ্যমে গ্রাহকরা একদিন বা দুইদিনে পেয়ে যাচ্ছে। তাই গ্রাহকরা বাড়তি টাকা দিয়েও এটা নিতে চায়।

এ চক্র দেশের অনেক জায়গার ভুয়া নাম দিয়ে জন্ম সনদ তৈরি করে বলে জানিয়ে লিয়াকত আলী বলেন, তারা প্রথমে চট্টগ্রাম সিটি করপোরেশন এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি করপোরেশন, ফরিদপুর, বাগেরহাট, নরসিংদী জেলাসহ আরও কিছু কিছু জেলার সার্ভারে প্রবেশ করার চেষ্টা করে। এরমধ্যে তারা যখন যে জায়গায় সুবিধা পাচ্ছে; সেই জায়গার নামেই অর্থাৎ ভুয়া নামেই জন্ম সনদ তৈরি করে। তবে নম্বরটা অরজিনাল হলেও উত্তোলনের জায়গাটি ভুয়া। তাই সরকারিভাবে না হওয়ায় এটা অবশ্যই অবৈধ বলে বিবেচিত।

লিয়াকত আলী বলেন, গ্রেপ্তারকৃত জোভান বিভিন্ন গ্রাহকদের সব তথ্য সংগ্রহ করতো। তবে সবগুলো সে একা করতে না পারায় সে আরও কয়েকজনকে নিয়োগ করে। সে বিভিন্ন জায়গার মানুষকে কানেক্ট করে। পরে জোভান সবগুলো সেজানকে দিত; আর সেজানই সার্ভারে আপলোড দিতে পারতো। সে কাজ করতে করতে এসবে এক্সপার্ট হয়ে যায়। তবে তাদের কাররই এসব নিয়ে কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই। তবে তারা আইডি পাসওয়ার্ড নিয়েই এসব কাজ করতো। এর মধ্যে কোনো গ্রুপে আইডি পাসওয়ার্ড নিয়ে আবার অনেক গ্রুপ ম্যানুয়েলি কাজ করছে। তবে কাদের পাসওয়ার্ড নিয়ে কাজ করছে এবং অন্যদের পাসওয়ার্ড কিভাবে পাচ্ছে সেসব কিছুও তদন্তে বেরিয়ে আসবে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান চলমান আছে বলেও বলেন কাউন্টার টেরোরিজমের এই কর্মকর্তা।

শেয়ার