Top

নীলফামারীতে ভিটামিন ‘এ’ প্লাস বিষয়ক কর্মশালা

১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:২০ অপরাহ্ণ
নীলফামারীতে ভিটামিন ‘এ’ প্লাস বিষয়ক কর্মশালা
নীলফামারী প্রতিনিধি :

ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান এই প্রতিপাদ্যে নীলফামারী জেলা ইপিআই ভবনে সাংবাদিকদের নিয়ে ভিটামিন “এ” প্লাস ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ফেব্রুয়ারি) বিকালে ইপিআই ভবনের সম্মেলন কক্ষে জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া কর্মীদের নিয়ে এর কর্মশালা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জনের তথ্য অনুযায়ী ২০ লক্ষ ৯২ হাজার ১৬১জন লোকসংখ্যার জেলায় ছয়টি উপজেলা, চারটি পৌরসভা (স্বাস্থ্য বিভাগীয় কাজ আলাদাভাবে পরিচালিত হয় ০২ টি পৌরসভায়) ও ৬১টি ইউনিয়নে ১ হাজার ৫৪০টি অতিরিক্ত কেন্দ্র সহ স্বেচ্ছাসেবক সংখ্যা ৩ হাজার ৮০ ও ১ম সারির সুপার ভাইজার ১৯১ জন এ কাজে নিয়োজিত থাকবে।

২০ফেব্রুয়ারী এ ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৩১ হাজার ২৫৮ ও ১২-৫৯ মাস বয়সী ২ লক্ষ ৭৫ হাজার ৬৪৩ জন শিশুকে ভিাটমিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। গতবারের তুলনায় এ লক্ষমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও বিভিন্ন সমাগত স্থান, রেল স্টেশন ও বাস স্টান সহ বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে এ ক্যাপসুল খাওয়ানো হবে। উক্ত কর্মশালায় সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির বলেন প্রতিটি স্বাস্থ্য শিশুকে ভরা পেটে ভিটামিন “এ” প্লাস উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যাপসুল খাওয়াতে হবে। তিনি আরও জানান ভিটামিন ‘এ’ এর অভাব জনিত কারনে শিশুদের শুধু রাতকানা রোগ নয় অপুষ্টি জনিত আরও অন্যান্য রোগে শিশুরা সবচেয়ে বেশী আক্রান্ত হয়।

শিশুদের এ রোগ থেকে মুক্তি পেতে হলে ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, প্রেস ক্লাব সহ-সভাপতি আসাদুজ্জামান টিপু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা কামাল, মেডিকেল অফিসার(এমওসিএস) ডাঃ মোঃ আব্দুল্লা আল মামুন,মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ডাঃ মুবাশশিরা ইসলাম, সাংবাদিক মীর মাহমুদুল হাসান আস্তাক, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভির প্রতিনিধি হাসান রাব্বি প্রধান, যুগ্ম সম্পাদক নিখিল রায় ভূবন, নিউজ ২৪টিভির প্রতিনিধি আব্দুর রশিদ শাহ্ প্রমুখ।

শেয়ার