Top
সর্বশেষ

৩ দিনের সফরে ফরিদগঞ্জে আসছে এমপি শফিকুর রহমান

১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:০২ অপরাহ্ণ
৩ দিনের সফরে ফরিদগঞ্জে আসছে এমপি শফিকুর রহমান
ফরিদগঞ্জ প্রতিনিধি :

৩ দিনের সফরে ফরিদগঞ্জে আসছেন সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান। ২০, ২১ এবং ২২ ফেব্রুয়ারি তিনি ফরিদগঞ্জে অবস্থান করবেন। এ সময় তিনি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবেন। তাঁর প্রতিনিধি সূত্রে জানা যায়, ২০ ফেব্রুয়ারি সকালে মাননীয় সংসদ সদস্য ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন। এরপরই তিনি ১০ গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের আইলের রাস্তার উদ্বোধন করবেন।

এছাড়াও চৌরাঙ্গী টু পাটওয়ারী বাজারের রাস্তার উদ্বোধন করবেন। ঐদিন দিবাগত রাত ১২টা ১ মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিসব উপলক্ষে স্থানীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। পরের দিন ২১ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাত ফেরীতে অংশগ্রহণ করবেন। এরপর উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বিকালে ফরিদগঞ্জ এ.আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্কাউটের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ঐদিন সন্ধ্যায় উপজেলার মুন্সিরহাট হাই স্কুল মাঠে ‘খাজা আহাম্মেদ মিনি ক্রিকেট টুর্নামেন্টে’র ফাইনাল ম্যাচের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ২২ ফেব্রুয়ারিতে রামপুর মাদ্রাসার ভবন উদ্বোধন করবেন। রাতে সন্তোষপুর দরবার শরীফের মাহফিলে অংশগ্রহণ করবেন। ২৩ ফেব্রুয়ারি তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন।

শেয়ার