Top
সর্বশেষ

টাচস্ক্রিন থেকে আঙুলের ছাপ মুছতে জিএমের নতুন প্যাটেন্ট

২০ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:১৪ পূর্বাহ্ণ
টাচস্ক্রিন থেকে আঙুলের ছাপ মুছতে জিএমের নতুন প্যাটেন্ট
তথ্যপ্রযুক্তি ডেস্ক :

স্মার্টফোন, ট্যাবলেট থেকে শুরু টাচস্ক্রিন সুবিধার যেকোনো ডিভাইস ব্যবহারে আঙুলের ছাপ বিড়ম্বনার মধ্যে ফেলে দেয়। বর্তমান সময়ে আধুনিক গাড়িতেও টাচস্ক্রিন প্যানেল থাকে। দুঃখের বিষয় হচ্ছে সেখানেও ছাপ পড়ে যায়। তবে গ্রাহক হয়তো এবার এ বিড়ম্বনা থেকে মুক্তি পাবেন। স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে থেকে ফিঙ্গারপ্রিন্ট অপসারণে নতুন প্যাটেন্টের অনুমোদন পেয়েছে জেনারেল মোটরস (জিএম)।

ফোন অ্যারেনার তথ্যানুযায়ী, গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি একটি স্ক্রিনের প্যাটেন্ট আবেদন করেছিল। যেটি স্বয়ংক্রিয়ভাবে আঙুলের ছাপ, গ্রিজ ও তেলের দাগ অপসারণে সক্ষম। জেনারেল মোটরস দীর্ঘদিন থেকে গাড়ি ও ট্রাক তৈরি করে আসছে। এছাড়া প্রতিষ্ঠানটি আধুনিক প্রযুক্তিগত বিকাশের সঙ্গে জড়িত।

বর্তমান সময়ে অধিকাংশ গাড়িতে টাচস্ক্রিন ডিসপ্লে ব্যবহার করা হয়ে থাকে। এতে করে গাড়ি চালানোর সময় দ্রুত বিভিন্ন অপশন নিয়ন্ত্রণ করা যায়। প্রতিনিয়ত ব্যবহারের কারণে ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট বসে যেতে থাকে। একপর্যায়ে গাড়ির ব্যাটারি লাইফ ইন্ডিকেটর থেকে শুরু করে চার্জ দেয়ার সিগন্যালও ছাপের নিচে হারিয়ে যায়। জিএম নতুন যে প্রযুক্তি ব্যবহারের অনুমতি পেয়েছে সেটি অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লেযুক্ত গাড়ির জন্য সহায়ক হবে।

গিজমোদের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্যাটেন্ট ও ট্রেডমার্ক অফিস জেনারেল মোটরসের ইউএস ১১,৫৭৯,৩৪০ প্যাটেন্টকে অনুমোদন দিয়েছে। লাইট এমিটিং ডায়োড ব্যবহারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে পরিষ্কার করার বিষয়টি প্যাটেন্টে বর্ণনা করা হয়েছে। এর মাধ্যমে অতিবেগুনি রশ্মি ব্যবহারের মাধ্যমে কীভাবে ডিসপ্লে পরিষ্কার করা হবে সে বিষয়টি জানানো হয়েছে। সাধারণত লাল, নীল ও সবুজ আলোর মতো বেগুনি রশ্মি খালি চোখে দেয়া যায় না।

নির্দিষ্ট দৈর্ঘ্যের তরঙ্গ শোষণের কাজে ফটোক্যাটালিস্ট ব্যবহার করা হয়ে থাকে। নতুন প্রযুক্তিতে টাচস্ক্রিনের ওপর এর আবরণ দেয়া হবে। দিনে যেকোনো সময় বা রাত্রে গাড়ি পার্ক করা অবস্থায় ভায়োলেট পিক্সেলগুলো স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে পরিষ্কারের জন্য স্ক্রিনে থাকা ফটোক্যাটালিস্টকে কার্যকর করবে। এর এটি একটি রাসায়নিক কার্যক্রমকে নিয়ন্ত্রণ করবে, যা জৈব পদার্থকে পঁচিয়ে ডিসপ্লের ওপর আঙুলের ছাপ তৈরি করে থাকে। আঙুলের ছাপ ছাড়াও এ পদ্ধতিতে তেল, গ্রিজসহ গ্লাসের ওপর থাকা খাবারের দাগও অপসারণ করা যাবে।

নতুন এ প্রযুক্তি ভবিষ্যতে বাজারজাতের অপেক্ষায় থাকা গাড়িতে ব্যবহার করা হবে কিনা বা শুধু প্যাটেন্ট হিসেবেই সীমিত থাকবে কিনা সে বিষয়ে জিএমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অন্য প্রতিষ্ঠানকে এ প্রযুক্তি সরবরাহ করা হবে কিনা তাও নিশ্চিত নয়। স্বয়ংক্রিয়ভাবে টাচ স্ক্রিন পরিষ্কার করার এ প্রযুক্তি শুধু গাড়ি উৎপাদনকারী নয় সবার জন্যই ইতিবাচক অবদান রাখবে।

অন্যান্য ডিভাইসে এ প্রযুক্তি ব্যবহারের জন্য তিনটি জিনিস প্রয়োজন। এগুলো হলো ফটোক্যাটালিটিক আবরণসহ এলইডি ডিসপ্লে ও এলইডি প্যানেলে অন্তর্ভুক্ত ভায়োলেট মাইক্রো-এলইডি ও পাওয়ার সাপ্লাই। প্যাটেন্টে কম্পিউটার, মোবাইল ডিভাইস, কিওস্ক, টেলিভিশন, টেলার মেশিস ও হোম অ্যাপ্লায়েন্সের কথাও উল্লেখ করা হয়েছে। জিএম মোটরস এ প্রযুক্তি ব্যবহার না করলেও ভবিষ্যতে স্মার্টফোন উৎপাদনকারী কোনো প্রতিষ্ঠান হয়তো এ ধরনের প্রযুক্তির প্যাটেন্ট করবে এবং সেলফোনের ডিসপ্লেতে ব্যবহার করবে।

 

শেয়ার