Top
সর্বশেষ

স্ত্রীর হাতে মার খেয়ে গর্বিত মিঠুন চক্রবর্তী

২০ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:২৪ পূর্বাহ্ণ
স্ত্রীর হাতে মার খেয়ে গর্বিত মিঠুন চক্রবর্তী
বিনোদন ডেস্ক :

ভারতের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। উত্তর কলকাতার মধ্যবিত্ত পরিবারের ছেলে মুম্বাইয়ে গিয়ে বলিউডে নতুন ট্রেন্ড শুরু করেছিল। নারী ভক্তদের চোখের মণি হয়ে উঠেছিলেন তিনি।

ক্যারিয়ারের মতো মিঠুনের ব্যক্তিগত জীবনও কম রঙিন নয়। একাধিক অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়িয়েছিল সেসময়ে। বিয়ের পিঁড়িতেও বসেছেন দুবার। কিন্তু মিঠুনের জীবনসঙ্গী হিসেবে একজনেরই নাম সর্বত্র লেখা হয়ে রয়েছে। তিনি যোগিতা বালি।

১৯৭৯ সাল থেকে দাম্পত্য জীবন কাটাচ্ছেন মিঠুন-যোগিতা। বিয়ের ৪০ বছর পেরিয়ে গিয়েছে তাদের। কিন্তু সময় যত এগোচ্ছে, সম্পর্কের বয়স যত পুরনো হচ্ছে, ততই আরও মজবুত হচ্ছে তাদের বন্ধন। মিঠুনের সঙ্গে বিয়ের পরেই অভিনয় জগৎকে বিদায় জানিয়েছিলেন যোগিতা। কিন্তু বাড়ির কর্ত্রী যে তিনিই তা বোঝা যায় মিঠুনের কথাতেই।

বহু বছর পর ‘ডান্স বাংলা ডান্স’-এর মহাগুরুর আসনে বসেছেন মিঠুন। আগের মেজাজ ফিরে এসেছে জনপ্রিয় এই নাচের রিয়েলিটি শোয়ের মঞ্চে। উপরন্তু সঞ্চালক অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে মহাগুরুর খুনসুটি, হাসিঠাট্টা বেশ উপভোগ করছেন দর্শক। বয়স, গাম্ভীর্য ভুলে ছোট ছোট প্রতিযোগী থেকে অঙ্কুশের সঙ্গেও দিব্যি মজায় যোগ দিচ্ছেন মিঠুন।

সম্প্রতি জি বাংলার তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে মহাগুরুকে বলতে শোনা যায়, তিনি নিয়মিত স্ত্রীর হাতে মার খান। মিঠুনকে দেখিয়ে এক প্রতিযোগীকে অঙ্কুশ বলেন, ‘ওই যে লোকটাকে দেখছিস, ও রোজ বউয়ের হাতে মার খায়।’ সঙ্গে সঙ্গে মিঠুন বলে ওঠেন, ‘আমি গর্বিত যে আমি খাই (মার)। কারণ আমি যদি বলি, আমি মার খাই না, এটা যখন টেলিকাস্ট হবে তখন যে ধোলাইটা হবে, সেটা কি তুই খাবি?’

মিঠুনের কথায় হাসির রোল ওঠে সেট জুড়ে। অভিনেতা আরও জানান, বউয়ের হাতে গর্বিত পুরুষরাই মার খায়। এটা মনে রাখতে পারলেই জীবনে আর কোনো কষ্ট থাকবে না। এরপরেই মিঠুনের স্বীকারোক্তি, সুপারস্টার হওয়ার পরে একবার পাঙ্গা নিতে গিয়েছিলেন স্ত্রীর সঙ্গে। বড় ভুল ছিল সেটা।

 

শেয়ার