সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৪০ বারে ৩৮ হাজার ৯০৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২২ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে প্রগতি লাইফের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪০৬ বারে ২ লাখ ৯৮ হাজার ৬৪১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ০৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫ হাজার ১০৪ বারে ৪১ লাখ ৫ হাজার ১২৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৮ কোটি ১১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে-আইটি কনসালট্যান্টসের ৩.৬৮ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৩.৬৬ শতাংশ, সোনালী পেপারের ৩.৬২ শতাংশ, নাভানা ফার্মার ৩.৪৮ শতাংশ, এডিএন টেলিকমের ৩.৩৯ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৩.২২ শতাংশ এবং জেমিনি সি ফুডের ২.৬৩ শতাংশ শেয়ার দর কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস