২০১৮-১৯ অর্থ বছরে নির্মিত ব্রীজ। এক প্রান্তে রাস্তার সংযোগ থাকলেও অন্যপ্রান্তে নেই চলাচলের রাস্তা। চার বছর ধরে পড়ে থাকা ব্রীজটিতে সংযোগ রাস্তা না থাকায় দুর্ভোগে তিন স্কুলের শিক্ষার্থী ও সাত গ্রামের বাসিন্দারা। শত বছরের ঝুলন্ত সাঁকোই একমাত্র ভরসা এখন পথচারীদের। ব্রীজের সংযোগ রাস্তা না থাকায় এলাকাবাসী প্রায় দুই কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড উত্তর-পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জমজমিয়া খালের উপর ব্রীজটি নির্মিত হয় ৭০ লাখ টাকা ব্যায়ে।
সরজমিনে গিয়ে দেখাযায় উত্তর-পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে বাঁশের সাঁকো। আর পূর্ব পাশে ব্রীজ। দক্ষিণ পাশে জমজমিয়া খাল। মাঝ খেলার মাঠ। উত্তরে স্কুল ভবন। শতবছর ধরে মতলব দক্ষিণ ও হাজীগঞ্জ উপজেলার সাত গ্রামের মানুষ এই স্কুলের পশ্চিম পাশের বাঁশের সাঁকো দিয়ে চলাচল করে আসছে। তাও আবার বিদ্যালয়ের মাঠের উপর দিয়ে চলাচল করতে হয়। বর্তমান সরকারের আমলে ব্রিজটি নির্মিত হলেও সংযোগ রাস্তা না করায় শত বছরের সেই দুর্ভোগ এখনও রয়ে গেলো স্থানীয় বাসিন্দাদের।
দুর্ভোগের শিকার হওয়া গ্রামগুলো, হাজীগঞ্জ উপজেলার পশ্চিম রাজারগাঁও, উত্তর রাজারগাঁও, পিপিয়া, মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াদাঁরী, ডিঙ্গাভাঙ্গা, বাকরা ও ঘোষাইপুর। এছাড়া উত্তর-পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজারগাঁও ফাযিল ডিগ্রি মাদ্রাসা ও রাজারগাঁও উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাঁকো পারপারে ভয় ও নিয়মিত দুর্ভোগ পোহাতে হয়।
উত্তর-পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র সূত্রধর ও সহকারী শিক্ষক সফিউল ইসলামসহ কয়েকজন শিক্ষার্থী বলেন, সাঁকো দিয়ে পারাপার করা কষ্ট হয়। বর্ষাকালে বেশি সমস্যায় পড়তে হয়। ব্রীজ আছে কিন্তু রাস্তা নাই। মাঝে মাঝে সাঁকো অকোজো হলে দুই কিলো মিটার পথ ঘুরে স্কুলে আসতে হয় তাদের। স্থানীয় বাসিন্দা আলমগীর কবির ও লোকমান হোসেন জানান, কেউ অসুস্থ্য হলে হাসপাতালে নেয়া অসম্ভব হয়ে পড়ে। বিদ্যালয়টি একটি ভোট কেন্দ্র। তারপরও ব্রীজে রাস্তা সংযোগ দেয়া হয়নি। সংযোগ রাস্তাটি দ্রুত করা জরুরী।
সাবেক ইউপি সদস্য মহিনউদ্দিন বলেন, রাস্তা করতে হলে খালের পাড়ে পাইলিং করতে হবে। যখন ব্রীজ করা হয়, তখন রাস্তা করা হবে বলেই এখানে ব্রিজটি হয়েছে। ব্রীজটিতে এখনও কোন নামফলক বসানো হয়নি। ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী আহসান হাবীব অরুণ বলেন, ব্রীজটি করার সময় রাস্তাটি করা হবে এমন সিদ্ধান্ত ছিল। রাস্তাটি না হওয়া দুঃখ জনক।
ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী মিয়া বলেন, শিগগিরই ব্রীজটির সাথে সংযোগ রাস্তা করা হবে। ইতোমধ্যে সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি রাস্তাটি করতে তাগিদ দিয়েছেন। ইউনিয়ন পরিষদের বরাদ্দ ও প্রকল্প বাস্তবায়ন অফিসের বরাদ্দে দ্রুত রাস্তাটি করা হবে। প্রথম খালের পাড়ে বাঁশের ফাইলিং করা হবে। তারপর অন্যত্র থেকে মাটি এনে রাস্তা করা হবে। হাজীগঞ্জ উপজেলার প্রকল্প কর্মকর্তা জাকির হোসেন বলেন, ইতোমধ্যে ব্রীজের সংযোগ রাস্তা করার জন্য ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে।