Top

রংপুরে বীর মুক্তিযোদ্ধাদের আড়ম্বরপূর্ণ পুনর্মিলনী

২০ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:৪৬ অপরাহ্ণ
রংপুরে বীর মুক্তিযোদ্ধাদের আড়ম্বরপূর্ণ পুনর্মিলনী
রংপুর প্রতিনিধি :

আড়ম্বরপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী। সোমবার রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রংপুর মহানগরসহ আট উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্দা মোছাদ্দেক হোসেন বাবলু, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। সভাপতিত্ব করেন জেলা প্রশাসন ড. চিত্রলেখা নাজনীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সদরুল আলম দুলু।

অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা হতে আসা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা তাদের বক্তৃতায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। আলোচনা পর্ব শেষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে প্রতীকি উপহার তুলে দেয়া হয়।

 

শেয়ার