Top

পাকেরহাটে মানবিক সাহায্য সংস্থার ১৬১নং শাখা উদ্বোধন

২০ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:৫০ অপরাহ্ণ
পাকেরহাটে মানবিক সাহায্য সংস্থার ১৬১নং শাখা উদ্বোধন
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাটে মানবিক সাহায্য সংস্থার ১৬১নং শাখা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারী) সকালে পাকেরহাট জবেদ আলী শাহ ভবনে এই শাখার উদ্বোধন করেন মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) এর নির্বাহী পরিচালক মুনাওয়ার রেজা খান।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শাহরিয়ার জামান শাহ নিপুণ, মানবিক সাহায্য সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ এবং গ্রাহকগণ

এমএসএস-এর নির্বাহী পরিচালক মুনাওয়ার রেজা খান বলেন, ‘বিভিন্ন অঞ্চলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশের দারিদ্র্যের হার দূরীকরণই হলো মানবিক সাহায্য সংস্থার দীর্ঘমেয়াদি পরিকল্পনা’।’ তিনি আরো বলেন, ‘এই লক্ষ্যেই সমাজের সুবিধাবঞ্চিতদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে’।

শেয়ার