Top

রমেকে কিডনী বিভাগে নেই প্রয়োজনীয় উপকরণ

২০ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:৫৬ অপরাহ্ণ
রমেকে কিডনী বিভাগে নেই প্রয়োজনীয় উপকরণ
রংপুর প্রতিনিধি :

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কিডনী ডায়ালাইসিস ইউনিটে দীর্ঘদিন ধরে কিডনী ডায়ালাইসিস করার জন্য প্রয়োজনীয় উপকরণ না থাকায় কিডনি রোগে আক্রান্ত রোগীরা দূর্ভোগে পরেছে। রোগীদের নিজ খরচে ডায়ালাইসিস উপকরণ কিনে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। অর্থের অভাবে গরীব রোগীরা চিকিৎসা সেবা না পেয়ে বাড়ি ফিরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় এসব উপকরণ সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অসংখ্যবার চিঠি দেয়ার পরও কোন বরাদ্দ পাচ্ছে না কিডনী বিভাগ। ফলে চরম বিপাকে পড়েছেন এই অঞ্চলের কিডনী রোগী ও তাদের স্বজনরা। বাড়তি অর্থ ব্যয় করে এসব উপকরণ কিনে ডায়ালাইসিস করাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জনা গেছে, হাসপাতালের কিডনী বিভাগে গড়ে প্রতিদিনই ৫৫-৬০ জন কিডনী রোগিকে ডায়ালাইসিস করাতে হয়। কিন্তু সেখানে ডায়ালাইসিস পানি ( ফ্লুইড-এ, ফ্লুইড বি), বাল্ড টিউবিং সেট, হেমোডায়ালাইসিস ক্যাথেটার, ইনজে: হেপারিং, ডায়ালাইজার, এভি ফিস্টুলা নিডেল, এডিটি-৫ ও হাইড্রোজেন পারঅক্সাইড মজুদ নেই। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কিডনী ডায়ালাইসিস ইউনিটে দেখা গেছে, বিশেষ এই ইউনিটে রোগী ছিলেন ৪৯ জন। এরমধ্যে দুপুর পর্যন্ত ১৯ জনের ডায়ালাইসিস করা হয়েছে।

রংপুরের মিঠাপুকুর উপজেলার শাহাজান আলী জানান, ২০১৩ সাল থেকে তার স্ত্রী আনজুমান বানু, কিডনি রোগে আক্রান্ত। ৬ মাসের প্যাকেজে ২০ হাজার টাকা চুক্তিতে ডায়ালাইসিস চিকিৎসা শুরু করান তিনি। প্রতি মাসে চার বার করে ডায়ালাইসিস করার কথা ছিল। কিন্তু দুই মাস যেতে না যেতেই হাসপাতালের প্রয়োজনীয় উপকরণ মজুদ শেষ হয়ে যায়। ফলে হাসপাতাল থেকে আর তিনি সাপোর্ট পাচ্ছেন না।

রংপুরের কাউনিয়া উপজেলার রোকেয়া খাতুন জানান, তার স্বামী আব্দুল কুদ্দুস ৭ বছর ধরে কিডনী রোগে আক্রান্ত। হাসপাতালে ডায়ালাইসিস করাতে নিয়ে এসেছি। পানি, ডায়ালাইজার, নিডেলসহ প্রায় চার হাজার টাকার জিনিস ক্রয় করেছি। হাসপাতালে নাকি কিছুই নাই। টাকার অভাবে এখন মনে হয় আর ডায়ালাইসিস করাতে পারবো না।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নেফ্রোলজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: এ.বি.এম মোবাশ্বের আলম জানান, এই চিকিৎসা অনেক ব্যয়বহুল। একজন রোগীকে হয় কিডনী বদলাতে হবে, নয়তো যতদিন বেঁচে আছেন ডায়ালাইসিস করাতে হবে। আমাদের ডায়ালাইসিস ইউনিটে অনেক উপকরণ নেই। বিষয়টি আমরা লিখিতভাবে কর্তৃপক্ষকে জানিয়েছি।

হাসপাতালটির পরিচালক ডা: ইউনুছ আলী বলেন, গত তিনমাস আসে একটা টেন্ডার হয়েছে। সেটিও কোন কারণে বাতিল হয়েছে। আমরা জরুরী ভিত্তিতে ১৫ লাখ টাকার উপকরণ কিনেছি । সেগুলোও শেষ হয়েছে। নতুন করে টেন্ডার আহবান এবং বরাদ্দ না পেলে কিছু করার নেই। আমরা বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি।

শেয়ার