ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে সমিতির প্রশিক্ষণ হলে এ সভা অনুষ্ঠিত হয়। ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী বলেন, ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সুনাম সারা দেশে রয়েছে, এই সুনাম ধরে রাখতে হবে। সমবায় ভিত্তিক দ্বীস্তর বিশিষ্ট পল্লী উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে তা আরো বেগবান করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই সংগঠন কে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আরো ত্বরান্বিত করতে হবে। অকার্যকর অচল হয়ে পড়া সমবায় সমিতি গুলোকে নতুনদের স্থান দিয়ে এগিয়ে নিতে হবে। সমবায়ীদের সল্প পূজীর জমাকৃত অর্থে ক্রয়করা সম্পত্তির বিষয়ে আমাদের নজর আছে, কেউ তা জবরদখল করতে পারবেনা ইনশাআল্লাহ।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূঁইয়ার পরিচালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, মৎস্য কর্মকর্তা ফারহানা রুমা, ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ এর ডিজিএম প্রকৌশলী কামাল হোসেন, কচুয়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (পদাবিক) মনিরুল ইসলাম, সমাজ সেবক কামরুল হাসান সাউদ, সমবায়ী তসলিম আহমেদ প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম পাটওয়ারী, পরিচালক বিল্লাল হোসেন তালুকদার, মামুনুর রশীদ পাটওয়ারী, জেসমিন আক্তার, বিল্লাল হোসেন গাজী, ইয়াছিন পাটওয়ারী, মোতালেব হোসেন পাটওয়ারী, হিসাব রক্ষক কুলসুম আখন্দ। ৪৭তম বার্ষিক সাধারণ সভায় শতাধিক প্রাথমিক সমিতির প্রতিনিদিগন যোগদান করেন। অনুষ্ঠানের উদ্বোধনের পর্বে প্রথমে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তলোন করা হয়।
সভায় দ্বিতীয় অধিবেশনে সমিতির প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, হানিফ কাজী, তসলিম আহমেদ, বিল্লাল হোসেন, নেছার আহমেদ, মাওলানা আবু হানিফ, ফজলুর রহমান, মোতালেব পাটওয়ারী, ইয়াছিন পাটওয়ারী, কাজী মিজানসহ আরো অনেকে। এ সময় সভার সভাপতি আবদুস সালাম আজাদ জুয়েল সকলের বক্তব্যের সঠিক জবাব তুলে ধরেন এবং আগামীতে আরো গতিশীল কাজ করে এই কেন্দ্রীয় সমবায় সমিতি উন্নতি কল্পে কাজ করবেন বলে জানান। এরপর আনিত সকল এজেন্ডাগুলো কন্ঠ ভোটে পাশ করা হয়।