আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের ছুটি থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ আছে। তবে উভয় দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকেই এ বন্দর দিয়ে দুদেশের পণ্য আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোশিয়েসনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে এক দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার সকাল থেকে আবারো দুদেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম চলবে।
জানতে চাইলে হিলি ইমিগ্রেশন ওসি বদিউজ্জামান বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুদেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক আছে।