Top

এ্যাডজুটেন্ট আসাদ মিলনের কবিতা “বাঙালী পথিক”

২১ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৩২ অপরাহ্ণ
এ্যাডজুটেন্ট আসাদ মিলনের কবিতা “বাঙালী পথিক”

বাঙালী পথিক

আমি বাঙালি গর্বিত পথিক হাটছি পথে দিগন্ত ভেদ করে,
মাঠের প্রান্তে দেখা যায় রক্ত শিমুল ফুটেছে গাছে গাছে,
এ যেন সূর্যের ঠিকরানো আলোয় ভাষা শহীদ সালাম-বরকত-রফিক-জব্বারের রক্তের আলোক ছটা,
বিনম্র শ্রদ্ধায় খুঁজে পাই ভাষা বীরের প্রতিচ্ছবি আকাশে বাতাসে বাংলার সকল বর্ণমালা।

একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিভূমি,
কৃষক শ্রমিক ছাত্র জনতা প্রাণপণে লড়েছে বাঙ্গালী সেনা,
বুকের তাজা রক্ত আর শ্যামল বাংলা,
গর্বের ধন লাল সবুজ পতাকা।

মাঠের প্রান্তের কাছাকাছি এসেছি বাঙালি,
শুনতে পাই মায়ের হাত ধরে ছুটে আসছে বাবা বলে ভাষা শহীদের উত্তরসূরী,
কি মধুর ষোলো কোটির মায়ের ভাষার বাংলা বুলি, ধন্য বাঙালি পথিক ভাষার জন্য পেয়েছি স্বাধীন মাতৃভূমি।

লেখক : সার্কেল এ্যাডজুটেন্ট আসাদ মিলন, র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প।

শেয়ার