Top
সর্বশেষ

চাঁদপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২২ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৫০ পূর্বাহ্ণ
চাঁদপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরে বেপোরোয়া গতির বাস-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। ২২ ফেব্রুয়ারি বুধবার ভোর ৬ টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট মিয়ারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরে বোগদাদ বাসটি চাঁদপুর থেকে কুমিল্লা যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজির চার যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। স্থানীয়রা আহত একজনকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

নিহতরা হলেন- মতলব দক্ষিণ উপজেলার ধলাইতলী এলাকার হারুন বেপারীর ছেলে মো. হাবিব বেপারী (২৪), চাঁদপুর সদর উপজেলার গোবিন্দিয়া এলাকার ইউসুফ হাওলাদারের ছেলে নেছার হাওলাদার (৪০) ও বিষ্ণুপুর এলাকার মৃত বশির প্রধানিয়ার ছেলে মো. মাহবুব প্রধানিয়া (৫০)।

চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপর ঘটনাস্থলে গিয়ে বাস-সিএনজি জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে ঘটনাস্থল থেকে মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে।

 

শেয়ার