চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার আন্দরকিল্লা এলাকায় আগুন লেগেছে। আগুনে দগ্ধ হওয়া একজনের লাশ উদ্ধার করা হয়েছে। জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের (মেটারনিটি) সামনের মার্কেটে আগুন লেগেছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টা ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আন্দরকিল্লাস্থ জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের পশ্চিম পাশের মার্কেটে আগুন লেগেছে। আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দকাননের তিনটি স্টেশন থেকে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কোতোয়ালী থানার বকসিবিট পুলিশফাঁড়ির আইসি, সহকারী পুলিশ পরিদর্শক মৃনাল মজুমদার জানান, রাত ১২টার পর আন্দরকিল্লা মেটারনিটির সামনের মার্কেটে আগুন লেগেছে। আগুন লাগার পর ঘটনাস্থলে পুলিশও পৌঁছায়, ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে কাজ করে। রাত ১টা নাগাদ একজনের মরদেহ উদ্ধা করা হয়েছে। আগুনও নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা আরিফ মাসুদ বলেন, মেটারনিটি হাসপাতালের সামনের মার্কেটের প্রেসে আগুন লেগেছে। তার পাশেই রয়েছে তাজ সায়েন্টিফিক। তাজ সায়েন্টিফিকে রাসায়নিক দ্রব্য থাকতে পারে বলে আমাদের শঙ্কা। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।