সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩০ বারে ১ হাজার ৬২৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮০ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে বিডি ল্যাম্পের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২৪৬ বারে ১ লাখ ৬৩ হাজার ৫২৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪কোটি ২২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এপেক্স ফুটওয়্যারের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৬০ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১৯৬ বারে ২ লাখ ২১ হাজার ২৭৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৬৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- মুন্নু সিরামিকের ২.২৩ শতাংশ, আইটি কনসালট্যান্টসের ১.১৮ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১.১৬ শতাংশ, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলসের ১.০০ শতাংশ, প্রাইম টেক্সটাইল স্পিনিংয়ের ১.০০ শতাংশ, সাফকো স্পিনিংসের ১.০০ শতাংশ এবং এরামিট লি. ১.০০ শতাংশ শেয়ার দর কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস