রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে বুধবার দুপুরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় আতংকিত রোগী ও তাদেও স্বজনেরা জীবন বাঁচানে দ্রুত সেখান থেকে সরে পরেন। তাৎক্ষনিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমান জানা যায়নি।
সদ্য যোদান করা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ ইউনুস আলী জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে বার্ণ ইউনিটের বৈদ্যুতিক তারের মাধ্যমে এসিতে আগুন ধরে যায়। এ সময় ইউনিটের রোগী স্বজনদের মাঝে আতংঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাসপাতাল পরিচালক বলেন, বিদ্যুতের সুইচ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। বড় ধরণের ক্ষতির আগেই আগুন নিয়ন্ত্রণে নিভে যায়।
রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বাদশা মাসুদ আলম বলেন,আমরা যাওয়ার আগেই হাসপাতালের লোকজন আগুন নিভিয়ে ফেলেন। খুব একাটা ক্ষয়ক্ষতি হয়নি। বৈদ্যুতিক কারণে আগুন লেগেছিল বলে তিনি জানান।