Top
সর্বশেষ

নোয়াখালী চোরাইকৃত ৭টি অটোরিকশা উদ্ধার, আটক-১

২২ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:৪৯ অপরাহ্ণ
নোয়াখালী চোরাইকৃত ৭টি অটোরিকশা উদ্ধার, আটক-১
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের চর শুল্যকিয়া গ্রামে অভিযান চালিয়ে আবদুল কাদের জিল্লাল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তার তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চৌধুরীর হাট এলাকা থেকে ৭টি অটোরিকশা জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে আটককৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এরআগে সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুধন চন্দ্র দাসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আটকৃত আবদুল কাদের জিল্লাল সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের দক্ষিণ শুল্যকিয়া গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সদর উপজেলার চর শুল্যকিয়ায় অভিযান চালায়। এ সময় হানিফ রোড-নুর পাটোয়ারীরহাট সড়কে আবদুল কাদের জিল্লালকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তার সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে। তারা নোয়াখালী জেলার বিভিন্ন স্থান থেকে অটোরিকশা চুরি করে তা ফেনী ও লক্ষ্মীপুরে বিক্রি করে। তার ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাশ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগতী উপজেলার চৌধুরীর হাটের দক্ষিণে চর আফজল এলাকায় অভিযান চালানো হয়। সেখানে তাহের মার্কেটে নাজিম উদ্দিন গুজাইয়ার একটি ভাড়া গোডাউন থেকে আরো ৬টি অটোরিকশা উদ্ধার করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ৭টি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার ও একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার