Top
সর্বশেষ

চূড়ান্ত হলো সৌরভ গাঙ্গুলির বায়োপিকের অভিনেতা

২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:২৩ পূর্বাহ্ণ
চূড়ান্ত হলো সৌরভ গাঙ্গুলির বায়োপিকের অভিনেতা
বিনোদন ডেস্ক :

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বায়োপিক নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে কিছুদিন আগেই। শুরুতে অবশ্য তার চরিত্র পর্দায় কে ফুটিয়ে তুলবেন তা ঠিক করা যাচ্ছিল না। অবশেষে চূড়ান্ত হলো অভিনেতার নাম।

জানা গেছে, শিগগিরই কলকাতায় শুরু হবে সৌরভের বায়োপিক তৈরির কাজ। শুরু হবে শুটিং। বড় কোনো পরিবর্তন না হলে সৌরভের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। সৌরভ শুধু সাবেক ক্রিকেটার বা ভারতের অন্যতম সফল অধিনায়ক নন। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডে সাবেক সভাপতিও। তাই তার চরিত্র কে যথাযথভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন তা নিয়ে কিছুটা চিন্তায় ছিলেন নির্মাতারা।

কিছুদিন আগেই সৌরভ বায়োপিকের কাজে মুম্বাই গিয়েছিলেন। প্রযোজক ও পরিচালকের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এখন চিত্রনাট্য চূড়ান্ত করার কাজ চলছে। তা হয়ে গেলেই শুরু হবে শুটিং। রণবীরের সঙ্গে আগেই যোগাযোগ করেছিলেন ছবির নির্মাতারা। কিন্তু তার সময় পেতে সমস্যা হচ্ছিল। বেশ কয়েক দফায় আলোচনার পর রণবীর সম্মতি দিয়েছেন বলে জানা গেছে। সৌরভও নিজের চরিত্রের জন্য রণবীরের ব্যাপারে সম্মতি দিয়েছেন নির্মাতাদের। বিকল্প হিসেবে হৃত্বিক রোশন, সিদ্ধার্থ মালহোত্রার কথা ভেবে রেখে ছিলেন নির্মাতারা।

সবকিছু ঠিক থাকলে অল্প কিছু দিনের মধ্যেই শুরু হতে পারে সৌরভের বায়োপিকের চিত্র ধারণের কাজ। প্রাথমিকভাবে খরচ ধরা হয়েছে ২০০ কোটি টাকা। প্রয়োজনে বাড়তে পারে টাকার অংক।

 

শেয়ার