Top
সর্বশেষ

এবার বচ্চনের সাথে টক্কর! ‘মাফিয়া গ্যাঙের প্যানিক অ্যাটাক হচ্ছে’, কটাক্ষ কঙ্গনার

২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৪০ পূর্বাহ্ণ
এবার বচ্চনের সাথে টক্কর! ‘মাফিয়া গ্যাঙের প্যানিক অ্যাটাক হচ্ছে’, কটাক্ষ কঙ্গনার
বিনোদন ডেস্ক :

‘আমি এবার ‘ইমারজেন্সি’র মুক্তির দিন ঘোষণা করব, এক মাস আগে, ট্রেলার রিলিজের সময়। যখন গোটা মাস ফাঁকা, তখন মুক্তির তারিখ নিয়ে টক্কর দেওয়ার কী আছে। একে তো ইন্ডাস্ট্রির অবস্থা ভালো নয়, তারই মধ্যে কূটবুদ্ধি! প্রাতঃরাশে কী খান যে এভাবে আসলে নিজেরাই নিজেদের ধ্বংসের পথে হাঁটছেন!’

২০ অক্টোবর, মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাওয়াত-এর ‘ইমারজেন্সি’। একথা বহু আগেই ঘোষণা হয়েছিল। তবে সম্প্রতি অমিতাভ বচ্চন ও টাইগার শ্রফের ছবি ‘গণপত’ মুক্তির জন্যও ২০ অক্টোবরকেই বেছে নিয়েছেন নির্মাতারা। শুধু ‘গণপত’-ই নয় ভূষণ কুমারের প্রযোজনা সংস্থার ছবি ‘ইয়ারিয়াঁ-2’ জন্য়ও অক্টোবরের ২০ তারিখটিই বেছে নেওয়া হয়েছে। আর তাতেই বেজায় চটলেন ‘কুইন’। তাঁর কটাক্ষ ‘মনে হয় ওঁদের প্যানিক অ্যাটাক হয়েছে’।

বিরক্ত কঙ্গনা টুইটারে লিখেছেন, ‘যখন ইমারজেন্সি মুক্তির দিন খুঁজতে গেলাম, দেখলাম গোটা অক্টোবরের ক্যালেন্ডারটাই ফ্রি। হতে পারে সেসময় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে মুক্তির জন্য সেভাবে কোনও ছবি তৈরি ছিল না, সেকারণেই। আমার ছবিটিরও পোস্ট প্রোডাকশন চলছিল। এরপর আমি ২০ অক্টোবর ইমারজেন্সি ছবিটির মুক্তির জন্য বেছে নেওয়ার পর পরই ভূষণ কুমারও দেখলাম একসপ্তাহের মধ্যে ওঁর ছবির জন্য ২০ তারিখটিই বেছে নিলেন। এদিকে গোটা অক্টোবর ফাঁকা পড়ে রয়েছে। নভেম্বর, ডিসেম্বর, এমনকি সেপ্টেম্বরও ফাঁকা। এদিকে আজ আবার অমিতাভ বচ্চন, টাইগার শ্রফ, কৃতি স্যাননের গণপত ছবির জন্যও সেই ২০ তারিখ বাছা হয়েছে। মনে হচ্ছে বলিউড মাফিয়া গ্যাং-এর প্যানিক অ্যাটাক হচ্ছে।’

‘ইমারজেন্সি’ ছবির মুক্তির দিন পরিবর্তন করার কথা জানিয়ে কঙ্গনা বলেন, ‘আমি এবার ‘ইমারজেন্সি’র মুক্তির দিন ঘোষণা করব, এক মাস আগে, ট্রেলার রিলিজের সময়। যখন গোটা মাস ফাঁকা, তখন মুক্তির তারিখ নিয়ে টক্কর দেওয়ার কী আছে। একে তো ইন্ডাস্ট্রির অবস্থা ভালো নয়, তারই মধ্যে কূটবুদ্ধি! প্রাতঃরাশে কী খান যে এভাবে আসলে নিজেরাই নিজেদের ধ্বংসের পথে হাঁটছেন!’

অমিতাভ বচ্চন, টাইগার শ্রফ, কৃতি স্যাননের ‘গণপত’ ছবিটির টিজার মুক্তির পরই সেখানে মুক্তির দিন ২০ তারিখ দেখে চটে যান কঙ্গনা। আর এরপরই নির্মাতাদের ‘মাফিয়া গ্যাং’ বলে একহাত নিতে শুরু করেন। প্রসঙ্গত ভূষণ কুমারের প্রযোজনা সংস্থা টি-সিরিজের ‘ইয়ারিয়াঁ’ ছবিটিও মুক্তি পাচ্ছে ২০ অক্টোবর, যেখানে রয়েছেন হিমাংশু কোহলি এবং রকুলপ্রীত সিং। ছবির পরিচালক খোসলা কুমার।

শেয়ার