অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ছওয়াব এর পক্ষ থেকে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের খানসামা উপজেলায় পাকেরহাটের বড় মাঠে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। হেড অফ প্রোগ্রাম লোকমান হোসাইন তালুকদারের সভাপতিত্বে ও ভলান্টিয়ার এস.এম.রকি’র সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।
উপজেলার সহজপুর গ্রামের রিপন আহমেদ (২২) জন্ম থেকেই সে শারীরিক প্রতিবন্ধী। হামাগুড়ি দিয়ে কোনোভাবে কষ্ট করে চলাফেরা করে। এমতাবস্থায় একটি হুইল চেয়ার তার খুবই প্রয়োজন ছিলো। তাকে ডেকে নিয়ে একটি হুইল চেয়ার উপহার দিয়েছে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ছওয়াব। এটি পেয়ে যেন খুশিতে আত্মহারা রিপন।
হুইল চেয়ার নিতে ৮কিলোমিটার পথ পাড়ি দিয়ে রিপনের সঙ্গে এসেছেন তার মা-বাবাও। তাদের ছেলের চলাফেরার জন্য এই হুইল চেয়ার উপহার দেওয়ায় তাদেরও মুখে দেখা গেছে হাসি-খুশির ছাঁপ। এরই মাঝে কথা হয় রিপনের মা লাকী বেগমের সাথে। তিনি বলেন, প্রতিবন্ধী শিশুদের নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। ওদেরকে একটু আদর ভালবাসা দিতে পারলেই ওদের মধ্যেও প্রতিভা আছে সেটি বিকশিত হবে।
অন্যদিকে ছেলে ও বৌয়ের সাথে হুইল চেয়ার নিতে এসেছেন উপজেলার খামারপাড়া ইউনিয়নের ভান্ডারদহ গ্রামের মহিরউদ্দিন (৯০)। বার্ধক্যজনিত নানা অসুস্থতা সহ কিছুদিন আগে প্যারালাইজড হয়ে শয্যাশায়ী হন তিনি। চলাফেরার জন্য একটি হুইল চেয়ার পেয়ে বেজায় খুশি মহিরউদ্দিন ও তার পরিবার।
সোহেল রানা (১৯) বাক ও শারীরিক প্রতিবন্ধী। একেবারেই চলতে পারে না সে। হুইল চেয়ার পেয়েই হাসিখুশি হয়ে সে কিছু একটা বলতে চাইলেও আর পারলো না!রিপন, মহিরউদ্দিন কিংবা সোহেল এর মতোই হুইল চেয়ার পেয়ে খুশি আরও ৫০জন প্রতিবন্ধী ও তাদের পরিবার। এসময় উপস্থিত ছিলেন আংগারপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, ইউপি সদস্য শাহজাহান পাটোয়ারী ও ছওয়াবের ভলান্টিয়ার এবং সুধীজন।