সরকারের মহৎ উদ্যোগ টিসিবির স্বল্প মূল্যের পণ্য, যা নিম্ন আয়ের মানুষের প্রাপ্য। পণ্য বিতরণে অনিয়ম মেনে নেওয়া হবে না। বৃহস্পবিবার (২৩ ফেব্রুয়ারি) দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নে ফ্যামিলি কার্ড (টিসিবি)র পণ্য উপকার ভোগীদের মাঝে বিক্রয়ের উদ্বোধন কালে এসব কথা বলেন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল । উপজেলার ৪নং দিওড় ইউনিয়নে ২২শ উপকার ভোগী পাবে জননেত্রীর সরকারের মহৎ উদ্যোগে চালু করা নিম্ন আয়ের মানুষের জন্য এই টিসিবির স্বল্প মূল্যের পন্য।
এসময় উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড সদস্য আজগর হোসেন,৪নং ওয়ার্ড সদস্য মোক্তার হোসেন,২ নং ওয়ার্ড সদস্য আজগর আলী,৬ নং ওয়াড সদস্য মো:রবিউল ইসলাম, ১,২,৩,মহিলা সংরক্ষিত আসনের সদস্যা ফেন্সিয়ারা,৭,৮,৯,ওয়ার্ড সদস্যা মোছা:আরিফুননা বেগম সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ । ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল বলেন,বর্তমান বাজারে পণ্যের দাম বেশী এই অবস্থায় সরকার গরীব অসহায় মানুষের মাঝে টিসিবির পণ্য বিতরণে জনসাধারণ অনেক স্বস্তি পেয়েছে । প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে অনেক ধন্যবাদ।
তিনি অসহায় গরিব নিম্ন আয়ের মানুষের জন্য টিসিপির পণ্য প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। এই প্রক্রিয়া অব্যাহত থাকলে নিম্ন আয়ের জনগণ উপকার পাবে বলে আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, আমার ইউনিয়নে বসবাসরত জনসাধারণের উন্নয়ন ও কল্যাণে আমি নিবেদিত। ইউনিয়নে বিভিন্ন প্রকার উন্নয়ন কাজের ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।