Top
সর্বশেষ

নোয়াখালীতে ইয়াবাসহ নারী আটক

২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:৪১ অপরাহ্ণ
নোয়াখালীতে ইয়াবাসহ নারী আটক
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী পৌর এলাকায় অভিযান চালিয়ে নাজমা আক্তার (৩১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় ওই নারীর কাছ থেকে ৩শত পিস ইয়াবা জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ড লক্ষ্মীনারায়ণপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত নাজমা আক্তার মাইজদী মাস্টার পাড়া এলাকার ফরিদ উদ্দিন ফয়েলের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীনারায়ণপুর এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানকালে ওই এলাকার মুনাগাজী সর্দার বাড়ির সামনের একটি ভাড়া বাসায় মাদক ক্রয়-বিক্রির সময় চিহিৃত মাদক কারবারি নাজমা আক্তাকে আটক করা হয়। পরে ওই ঘর থেকে ৩০০পিস ইয়াবা জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ইয়াবা কারবারি নাজমার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যহত রয়েছে।

শেয়ার