Top
সর্বশেষ

অগ্নিকাণ্ডে গরু ও দোকানঘর পুড়ে ক্ষয়ক্ষতি ৮ লাখ

২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ
অগ্নিকাণ্ডে গরু ও দোকানঘর পুড়ে ক্ষয়ক্ষতি ৮ লাখ
মুরাদনগর প্রতিনিধি :

কুমিল্লা মুরাদনগরে এক দরিদ্র কৃষকের ৩টি গরু ও দোকানঘর আগুনে পুড়েছে। উপজেলার কামাল্লা গ্ৰামের মৃত সুবহান মিয়ার ছেলে শহীদ মিয়ার ঘরে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। স্থানীয় মসজিদের মাইকে আগুন লেগেছে ঘোষণা দিলে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ইতিমধ্যে শহিদ মিয়ার তিনটি গরু ও একটি মুদি দোকানের সকল মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক শহিদ মিয়া বলেন যে, বৃহস্পতিবার ভোর রাত সাড়ে চারটার দিকে আগুন দেখতে পান। এসময় তিনি পাশের ঘর থেকে বের হয়ে অনেক চেষ্টা করেও গরুগুলো উদ্ধার করাতে পারেননি। আমি কিস্তিতে লোন তুলে গরু গুলো কিনে ছিলাম, আমি এখন নিঃস্ব। তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা তিনি বলতে পারেন নি।

তিনটি গরুসহ দোকানঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় আর্থিক ক্ষতি পরিমাণ প্রায় ৮ লক্ষ টাকা বলে জানান এবং তিনি সরকার ও বিত্তশালীদের নিকট সহায়তা কামনা করেছেন।

শেয়ার