Top
সর্বশেষ

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৮

২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:১৪ অপরাহ্ণ
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৮
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত, আহত হয়েছে অন্তত আরও ৮ জন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে রুবেল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ৮ জন। শুক্রবার (২৪ ফেব্রুযারি) ভোর ৬টায় পটিয়া বাইপাস ইন্দ্রপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা এলাকার নুরুল আনোয়ারের ছেলে।

পটিয়া হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ঢাকা ছেড়ে আসা কক্সবাজারমুখী এমআর ট্রাভেলস পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রামমুখী মায়ের দোয়া নামে একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে এমআর ট্রাভেলস এর কোচটি রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই রুবেল নামে একজনের মৃত্যু হয়।

অপরদিকে জেলার হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় আকরাম শেখ (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার নন্দীর হাটের ধোপার দিঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকরাম শেখ হাটহাজারীর বড়দিঘির পাড় এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ভ্যান চালক ছিলেন। হাটহাজারিতে বসবাস করলেও আকরাম শেখের প্রকৃত বাড়ি বাগেরহাট জেলার কামদা পাড়ায়।

রাউজান হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. ডালিম হোসেন বলেন, ভোর ৬টার দিকে ধোপার দিঘির পাড় এলাকায় নিজের ভ্যানগাড়ি নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

 

শেয়ার