Top
সর্বশেষ

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মানিক, সম্পাদক হাসান

২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ
লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মানিক, সম্পাদক হাসান
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে অ্যাডভোকেট আহম্মেদ ফেরদৌস মানিক সভাপতি ও অ্যাডভোকেট হাসান মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। জেলা বার অ্যাসোসিয়েশন ভবনে বৃহস্পতিবার বেলা ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সুলতান মাহমুদ তারা দুইজনই জাতীয়তাবাদী ফোরামের প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

বৃহস্পতিবার রাত ১২টায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এক বছর মেয়াদী এ কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট একে এম হুমায়ুন কবির। এ কে এম হুমায়ুন কবির বলেন, জেলা আইনজীবী সমিতির দুটি প্যানেল ও এক স্বতন্ত্র প্রার্থীসহ সভাপতি পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্য থেকে আহমেদ ফেরদৌস মানিক ১২৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে দুই প্যানেল থেকে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এই পদে হাছান মাহমুদ ২০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হন। কমিটির অন্যদের মধ্যে সহ-সভাপতি পদে মো. শামসুদ্দিন ও জহুর আহম্মদ চৌধুরী এবং সহ-সম্পাদক পদে রেজাউল করিম রাজু ও জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন। কামরুল হাসান রনি অডিটর, মাহির আসহাব পাঠাগার বিষয়ক সম্পাদক, ফারুক হোসেন সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

 

শেয়ার