Top
সর্বশেষ

কানাডার পাসপোর্ট ফিরিয়ে দিচ্ছেন অক্ষয় কুমার

২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:১৩ পূর্বাহ্ণ
কানাডার পাসপোর্ট ফিরিয়ে দিচ্ছেন অক্ষয় কুমার
বিনোদন ডেস্ক :

ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। কিন্তু এ অভিনেতা কানাডার নাগরিক। আর তাই প্রায় তাকে সামাজিক মাধ্যমে নেটাগরিকদের কটাক্ষ শুনতে হয়। কিছু হলেই তাকে কানাডা চলে যেতে বলেন। আবার কেউ কেউ তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন। অনেকে তাকে ‘কানাডা কুমার’ বলেও ঠাট্টা করেন।

এমন সমালোচনার পর সম্প্রতি পাসপোর্ট পরিবর্তনের জন্য আবেদন করেছেন অক্ষয়। ভারতীয় টেলিভিশনে দেওয়া এক এক সাক্ষাতকারে কানাডার নাগরিকত্ব নিয়ে মুখ খোলেন তিনি। বলিউড খিলাড়ি বলেন, ‘মানুষ জানেই না কেন আমি কানাডার নাগরিক। তবে ভারতই আমার কাছে সবকিছু। জীবনে যা কিছু আর্জন করেছি, যা কিছু পেয়েছি তা এই ভারতে থেকেই। এবার তা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। মানুষ না জেনে যখন কোনোকিছু আমার সম্পর্কে বলে, তখন খুব খারাপ লাগে।’

জীবনের খারাপ সময়ের কথাও শুনিয়েছেন অক্ষয়। তার কথায়, ‘১৯৯০ সালে আমার একটাও ছবি চলছিল না। কিছু করতে পারছিলাম না ভারতে থেকে। তখন কিছু বন্ধুর কথায় ভাগ্যান্বেষণে কানাডায় চলে যাব ঠিক করি। তবে ভারত আমাকে সব কিছু দিয়েছে। আজকে আমি যেখানে দাঁড়িয়ে তা এদেশের জন্যই। তাই আমি যা কিছু অর্জন করেছি, সব এখান থেকেই। যদি আবার ফিরতে পারি, সেই সুযোগ খুঁজছি।’

অক্ষয় কুমার ওই সাক্ষাতকারে আরও বলেছেন, ‘যেসময় কানাডায় ফিরে যাওয়ার জন্য সবকিছু তৈরি সেইসময় পরপর দুটি ছবি হিট করে যায়। বন্ধুবান্ধবরা বলল, ফিরে যা। ফের বলিউডে কাজ শুরু কর। সেটাই করলাম। বেশ কয়েকটা ছবি পেলাম। সেগুলো হিটও করল। এতদিনে আমি কানাডার পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিলাম। আবেদনও করেছি।’

এদিকে গেল বছর অক্ষয়ের মুক্তি পাওয়া সবগুলো সিনেমা ব্যর্থ হয়েছে। সদ্য মুক্তি পেয়েছে ‘সেলফি’ সিনেমা। প্রথম দিনে ভালো ব্যবসা করেছে সিনেমাটি। এতে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

 

শেয়ার