চোর অপবাদ দিয়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে এক স্কুলছাত্রী (১৫) ও তার মাকে (৩৮) দড়ি দিয়ে বেঁধে নির্যাতন, ভিডিও ধারণ ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ছড়িয়ে দেয়ার ঘটনায় জিল্লুর রহমান (২০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১০ টায় চট্টগ্রাম জেলার পটিয়া থানার কুসুমপুর এলাকা থেকে হাতিয়া থানা পুলিশ এবং পটিয়া থানা পুলিশের সমন্বয়ে আসামী জিলুর রহমান কে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে টিকটিক বানানো মোবাইলফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত জিল্লুর রহমান হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের মোঃ জহির উদ্দিনের ছেলে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, চোর অপবাদ দিয়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে এক স্কুলছাত্রী (১৫) ও তার মাকে (৩৮) দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্যাতনকারীরা ওই স্কুলছাত্রী ও তার মায়ের নাকে, কানে ও গলায় থাকা স্বর্ণালংকার এবং ঘর থেকে নগদ টাকা নিয়ে গেছে বলেও অভিযোগ ভুক্তভোগীদের। নির্যাতনের সময় স্কুলছাত্রী ও তার মায়ের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগের মাধ্যম টিকটকে ছেড়ে দিয়েছে নির্যাতনকারীরা, যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
এ ঘটনায় বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে স্কুলছাত্রীর বাবা ইদ্রিস থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। এর আগে গত ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বুড়িরচর ৫নং ওয়ার্ড রেহানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।