Top
সর্বশেষ

মোবাইল প্লাটফর্ম ও স্কাইপে চ্যাটবট চালু মাইক্রোসফটের

২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:০৮ পূর্বাহ্ণ
মোবাইল প্লাটফর্ম ও স্কাইপে চ্যাটবট চালু মাইক্রোসফটের
তথ্যপ্রযুক্তি ডেস্ক :

ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটজিপিটিতে বড় বিনিয়োগ করেছে মাইক্রোসফট। এরপর বিং সার্চে বট যুক্ত করা, বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ডের পর প্রতি সেশনে প্রশ্ন সংখ্যাও কমিয়েছে প্রতিষ্ঠানটি। ওয়েবের পর এবার অ্যান্ড্রয়েড, আইওএস প্লাটফর্ম ও স্কাইপে চ্যাটজিপিটি বট চালু করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি।

ফেব্রুয়ারি মাসের শুরুতে চ্যাটবটটি চালু করে মাইক্রোসফট। এরপর এখন পর্যন্ত ১০ লাখের বেশি ব্যবহারকারী প্রিভিউ সংস্করণে প্রবেশ করার সুযোগ পেয়েছে। এছাড়া কোটির বেশি ব্যবহারকারী এখনো অপেক্ষমাণ তালিকায় আছে। এতদিন পর্যন্ত ব্যবহারকারীরা কেবল ‘এজ’ ডেস্কটপ ব্রাউজারের মাধ্যমে চ্যাটবট ব্যবহার করতে পারত।

মাইক্রোসফটের করপোরেট ভাইস প্রেসিডেন্ট ও কনজিউমার চিফ মার্কেটিং অফিসার ইউসুফ মেহেদি জানান, এখন বিংয়ের চ্যাটজিপিটি পরিষেবা কোম্পানির বিং এবং মাইক্রোসফ্ট এজ মোবাইল অ্যাপে পাওয়া যাবে। অ্যান্ড্রয়েডের গুগল প্লে স্টোর এবং অ্যাপলের আইওএস অ্যাপ স্টোরে বিং ও এজ মোবাইল অ্যাপ পাওয়া যাবে বলেও জানান তিনি।

এনগ্যাজেট প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২২ ফেব্রুয়ারি থেকে মাইক্রোসফট অ্যাকাউন্টের মাধ্যমে এজ ও বিং সার্চ ইঞ্জিনের অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল অ্যাপ থেকে চ্যাটবটটি ব্যবহারের সুযোগ পাওয়া যাবে।

মোবাইল অ্যাপের নিচের অংশে থাকা বিং বাটনে চাপ দিলে এখন থেকে চ্যাটিং সেশন শুরু হবে। আর এজ মোবাইল অ্যাপে ব্যবহারকারী হোমপেজ থেকেই চ্যাটবট চালু করতে পারবে। ভিডিও কলিং সেবা স্কাইপেও চ্যাটবটটি ব্যবহার করা যাবে। ব্যবহারকারী এর সঙ্গে একক কথোপকথনের পাশাপাশি একে গ্রুপ চ্যাটিংয়েও যোগ করতে পারবে। এমনকি ভ্রমণ পরিকল্পনায় সহায়তার পাশাপাশি একই সময় সবাইকে বিভিন্ন পরামর্শ দেখানো বা গত এক দশকে কোন অভিনেতা কোন সিনেমায় অভিনয় করেছেন, এমন বিভিন্ন প্রশ্ন করে সম্ভাব্য বিতর্কও নিষ্পত্তি করা যাবে এতে। এটি ১০০-এর বেশি ভাষায় বিভিন্ন তথ্য অনুবাদ করতে পারে।

চ্যাটবটটিকে কণ্ঠস্বরের মাধ্যমে ব্যবহারের জন্য মোবাইল ও ডেস্কটপ দুটি সংস্করণেই ভয়েস কন্ট্রোল সুবিধা যোগ করেছে মাইক্রোসফট। এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও শেষ পর্যন্ত এটি ‘কর্টানা’ ফিচারের সমাপ্তি ঘোষণা করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মাইক্রোসফট বলছে, তারা হয়তো টিমসের মতো অন্যান্য অ্যাপেও এ চ্যাটবট চালু করবে। এখনো চ্যাটবটটির ফাইন-টিউনিংয়ের কাজ চলমান রয়েছে বলেও জানানো হয়। বেশি ব্যবহারকারীর কারণে আগে একাধিকবার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ সমস্যা এড়াতেই সতর্ক রয়েছে মাইক্রোসফট।

শেয়ার