Top
সর্বশেষ

সহজেই ’গুডবাই’ বলছেন না নার্গিস ফাখরি

২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:১৩ পূর্বাহ্ণ
সহজেই ’গুডবাই’ বলছেন না নার্গিস ফাখরি
বিনোদন ডেস্ক :

অভিমান ভুলে আবারও অভিনয় জগতে ফিরেছেন নার্গিস ফাখরি। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘শিব শাস্ত্রী বালবোয়া’। যদিও এই ছবির দর্শক প্রতিক্রিয়া আশানুরূপ নয়; তারপরও আলোচনা নার্গিস ফাখরিকে ঘিরে।

আবার তাঁকে বড় পর্দায় দেখে অনেকেই চমকে গেছেন। কারণ, ঘোষণা দিয়েই অভিনয় জগৎ থেকে সরে গিয়েছিলেন এই অভিনেত্রী। বলেছিলেন, ‘নির্মাতার অনৈতিক প্রস্তাব, তারকাদের সঙ্গে ইঁদুর দৌড়ে অংশ নেওয়া- এসব বিষয় জীবনে বিতৃষ্ণা এনে দিয়েছে। অন্যদিকে নিজের জন্য সময় বের করতে পারছি না। তাই বলিউডকে গুডবাই জানাচ্ছি।’

অবশ্য নার্গিস ফাখরি এও বলেছিলেন, ‘বলিউড ছাড়লেও অভিনয়ের প্রতি যে ভালোবাসা সবসময় ছিল, তা অটুট থাকবে। যে জন্য ভবিষ্যতে হয়তো অভিনয়ে ফিরেও আসতে পারি।’

কিন্তু এ কথার পরও আবার যে তাঁকে বলিউড ছবিতে দেখা যাবে, তা হয়তো অনেকেই ভাবেননি। সে জন্য নার্গিস ফাখরির বলিউডে ফেরা চমকে দিয়েছে দর্শককে। এখন তাই অনেকের প্রশ্ন, এই ফিরে আসা দীর্ঘস্থায়ী হবে তো? এর জবাবে ফাখরি বলেছেন, ‘এটা আমার নতুন সফর। নতুন আশা। তাই সহজেই গুডবাই বলছি না।’

 

শেয়ার