Top
সর্বশেষ

কাভার্ড ভ্যান জব্দ, চোরচক্রের চার সদস্য আটক

২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৫৫ অপরাহ্ণ
কাভার্ড ভ্যান জব্দ, চোরচক্রের চার সদস্য আটক
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

কোনো একটি নামীদামী কোম্পানির কাভার্ডভ্যান। দেখলে এমনটিই মনে হবে কিন্তু না এটি চোরচক্রের কৌশলে তৈরি করা কাভার্ড ভ্যান। যেই গাড়িটি দিয়ে অজস্র গরু চুরি করেছে চোরচক্র। এমনই চোরচক্রের চার সদস্যকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। পলাতক আছে আরো সাত জন। শুক্রবার মধ্যরাতে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দের নেতৃত্বে পৌরসভাধীন মকিমাবাদ এলাকা থেকে ধাওয়া করে পূর্ব বাজার ব্রিজের কাছে গাড়িটির গতিরোধ করে পুলিশ। ওই সময় ১১ জনের মধ্যে সাতজন পালিয়ে গেলেও আটক করা হয় চোরচক্রের চার সদস্যকে।

আটককৃত আসামীরা, হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুদিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে খাজা আহমদ(২৭), শাহরাস্তি উপজেলার মৃত নুরুল আমিনের ছেলে মো. কামাল হোসেন (৫০), কুমিল্লার আব্দুল আউয়ালের ছেলে নজরুল ইসলাম (৪৫) ও একই জেলার মো. লতিফের ছেলে মো. জহির(৩৮)। ওই সময় জব্দ করা হয়েছে কাভার্ড ভ্যানটি। যেটি দিয়ে গরু চুরি সহ বিভিন্ন অপরাধ মূলক কাজ করা হতো।

জব্দ করা কভার্ড ভ্যানটি দিয়ে কিছু দিন আগেও কচুয়া থেকে চোরচক্রে এই সদস্যরাই পাঁচটি গরু চুরি করেছে বলে শিকার করেন আটককৃত আসামী খাজা আহমদ। এই বিষয়ে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, এই কাভার্ড ভ্যান দিয়ে তারা বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড করতো। অজ্ঞাত সাতজন দিয়ে মামলা দায়ের করা হয়েছে ও আটককৃতদের শনিবার বিকেলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার