Top

কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:৫৮ অপরাহ্ণ
কলাপাড়ায় সড়ক দূর্ঘটনায় যুবক নিহত
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ঘুটাবাছা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত যুবক মজিবর রহমান বেপারী সোমবার ভোর রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে কুমিরমারা গ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে পাম্পের তেল ক্রয়ের জন্য বের হয় মজিবর।

মোটরসাইকেলটি ঘুটাবাছা এলাকায় পৌছলে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে সে রাস্তার পাশে পড়ে যায়। দূর্ঘটনায় আহত হয়ে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকলে রাতে স্থানীয়রা মজিবরকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, তারা দূর্ঘটনার খবর জানেন না। খোঁজ নিয়ে বিষয়টি দেখা হচ্ছে।

শেয়ার