Top
সর্বশেষ

লেইকার ক্যামেরাসহ ইউরোপে আসছে শাওমির ১৩ প্রো

২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৪৭ পূর্বাহ্ণ
লেইকার ক্যামেরাসহ ইউরোপে আসছে শাওমির ১৩ প্রো
তথ্যপ্রযুক্তি ডেস্ক :

দীর্ঘ প্রতীক্ষার পর আন্তর্জাতিক বাজারে লেইকার ক্যামেরাযুক্ত স্মার্টফোন ১৩ প্রো আনতে যাচ্ছে শাওমি। ডিসেম্বরে চীনের বাজারে উন্মোচনের পর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে শাওমি ১৩ ও ১৩ প্রো আনতে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

শাওমি ১৩ ও ১৩ প্রোতে একই ডিজাইনের লেইকা ক্যামেরা আইল্যান্ড দেয়া হয়েছে। তবে শুধু ১৩ প্রোতে ১ ইঞ্চির সেন্সর দেয়া হয়েছে। এখন পর্যন্ত এটি ক্যামেরা সেন্সরের বাজারে সবচেয়ে শক্তিশালী। তিনটি ক্যামেরার প্রতিটিই ৫০ মেগাপিক্সেল করে। প্রথম দুটিতেই অপটিক্যাল ইমেজ সেন্সর (ওআইএস) রয়েছে। দুটি ডিভাইসেই ৩১ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

দুটি ফোনে গুগলের ম্যাজিক ইরেজার টুলসহ লেইকা অথেনটিক ও লেইকা ভাইব্রেন্ট নামের দুটি মোডে ছবি তোলার সুবিধা রয়েছে। ১৩-এর দাম ১ হাজার ৬০ ডলার এবং ১৩ প্রো-এর দাম ১ হাজার ৩৭০ ডলার থেকে শুরু।

শেয়ার